বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

দিনভর ব্লক রেইড ফল শূন্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার হড়গ্রাম এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘ব্লক রেইড’ চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়। চলে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত। পরে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ব্লক রেইড। তবে জঙ্গিরা অবস্থান নিয়েছে, এমন তথ্যও তাদের কাছে ছিল। অভিযানকালে কিছুই পাওয়া যায়নি। সকাল ৯টার দিকে হঠাৎ বিপুল সংখ্যক পুলিশ সদস্য নগরীর হড়গ্রাম পূর্বপাড়া এলাকার সবগুলো চলাচলের পথ বন্ধ করে দেয়। ওই এলাকার ভিতর থেকে কাউকে বাইরে যেতে বা বাইরে থেকে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এ সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জঙ্গি আস্তানা আছে এমন সন্দেহে পুলিশের অভিযান শুরু হয়েছে। দুপুরে নগর পুলিশের মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আরএমপির ব্লক রেইড। তবে জঙ্গি বা গুরুত্বপূর্ণ কোনো আসামি থাকতে পারে বলে তাদের কাছে তথ্য আছে। দুপুর পৌনে ১টার দিকে ঘিরে রাখা এলাকা থেকে বেরিয়ে পিবিআই রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আরিফ জানান, পুলিশের পাশাপাশি কাউন্টার টেররিজম ও সোয়াত টিমের সদস্যরাও অভিযানে অংশ নিয়েছেন। এভাবে বিকাল গড়িয়ে সন্ধ্যা আসলে, গুটিয়ে নেওয়া হয় পুলিশ সদস্যদের। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন নগর পুলিশের উপ-কমিশনার আমীর জাফর। তিনি জানান, তাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য ছিল। এ কারণে এমন অভিযান চালানো হয়। তবে এ অভিযান থেকে তেমন কিছু পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর