বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
রসিকতা করলেন রেলমন্ত্রী

‘ট্রেনে উঠলে মনে হবে আরেকটা বিয়া করি’

নিজস্ব প্রতিবেদক, খুলনা

রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, “খুলনা-রাজশাহী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনের সিটগুলো দেখে সাবেক প্রতিমন্ত্রী তালুকদার আবদুল খালেক আমাকে বলেছেন, ‘ভাই, ট্রেনের ভিতরে গেলে মনে এত আনন্দ লাগে, আরেকটা বিয়া করতে ইচ্ছা করে।’ তবে এই কথা খালেক ভাইয়ের বাড়িতে গিয়ে কেউ বলবেন না, তাতে ভাবী রাগ করবেন।” গতকাল দুপুরে খুলনা  রেলস্টেশনে লাল-সবুজের ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনকালে রেলমন্ত্রী রসিকতা করে এ কথা বলেন। এ সময় অনুষ্ঠানস্থলে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়। তালুকদার আবদুল খালেককেও অনুষ্ঠান মঞ্চে বসে হাসতে দেখা যায়। রেলপথ মন্ত্রী বলেন, খুলনা-ঢাকা রুটে সুন্দরবন এবং চিত্রা এক্সপ্রেসের পর এবার খুলনা-রাজশাহী রুটে যুক্ত হয়েছে লাল-সবুজের ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেন। ভারত থেকে আনা ১২টি নতুন কোচ দ্বারা সুসজ্জিত এই ট্রেনে আসন সংখ্যা বেড়েছে। সঙ্গে যুক্ত হয়েছে এসি চেয়ার ও এসি সিট। নতুন কোচের সিটগুলো বাংলাদেশ বিমানের মতো সুন্দর। ভিতরে ঢুকলে মন খুশিতে ভরে যাবে।

তিনি বলেন, খুলনার আধুনিক রেলস্টেশনের ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী নভেম্বরের মধ্যে এর উদ্বোধন করা হবে। এ ছাড়া খুলনা থেকে যশোর পর্যন্ত আরেকটি রেললাইন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকার দেশের রেলের উন্নয়নে কিছুই করেনি। উপরন্তু ২০১৩-১৪ সালে আন্দোলনের নামে ট্রেনে আগুন দিয়ে পুড়িয়েছে, ভাঙচুর করে ক্ষতিগ্রস্ত করেছে। আর বর্তমান সরকার দেশের সব এলাকার রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফিরোজ সালাহউদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য তালুকদার আবদুল খালেক, সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, খুলনা জেলা প্রশাসক নাজমূল আহসান, ডেপুটি কমিশনার (সাউথ) মো. আবদুল্লাহ আরেফ এবং রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাড. হুমায়ূন কবির। স্বাগত বক্তব্য রাখেন রেলওয়ের পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলম।

সর্বশেষ খবর