শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

মহিউদ্দিন নাছিরের ঐক্যের মিশন

ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামে যাচ্ছেন আজ

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

মহিউদ্দিন নাছিরের ঐক্যের মিশন

বিরোধ বা দ্বিধাবিভক্তি ভুলে এবার ঐক্যের চেয়ারে বসছেন চট্টগ্রামের শীর্ষ দুই নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরী ও আ জ ম নাছির উদ্দিন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতা সাম্প্রতিক সময়ে প্রকাশ্য বিরোধে নেমে সমালোচিত হলেও আগামী জাতীয় নির্বাচনকে তারা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। তারা দুজনই কর্মী-সমর্থকদের এ নিয়ে নির্দেশনাও দিয়েছেন। এর প্রাথমিক প্রদক্ষেপ হিসেবে আজ শনিবার সংগঠনের প্রতিনিধি সভাকেই ঐক্যের প্রাথমিক মহড়া হিসেবে দেখতে চান সমর্থকরা। নগর আওয়ামী লীগের বিভক্ত হয়ে যাওয়া নেতা-কর্মীদের ‘ঐক্যের বার্তা’ দিতে প্রতিনিধি সভায় আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

আজ সকাল ১০টায় নগরীর ‘দি কিং অব চিটাগং’ কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভাকে কেন্দ্র করে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এতে তৃণমূলের নেতা-কর্মীরা সক্রিয় হয়ে সাংগঠনিক কাজকর্মে উৎসাহিত হচ্ছেন বলে জানান সংশ্লিষ্টরা। এ সভায় নগরীর ১৫ থানা ও ৪৪টি সাংগঠনিক ওয়ার্ড থেকে অন্তত ৮ শতাধিক নেতা-কর্মী প্রতিনিধি সভায় অংশগ্রহণ ছাড়াও এমপি এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত থাকবেন। বুধবার প্রতিনিধি সভার প্রস্তুতি উপলক্ষে নগর আওয়ামী লীগ থানার দায়িত্বশীল নেতাদের বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও দলের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন নেতা-কর্মীদের ভেদাভেদ ভুলে সভাকে ঘিরে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান।দলীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগর আওযামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি থাকবেন ওবায়দুল কাদের এমপি, সম্মানিত অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব- উল আলম হানিফ এমপি, চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম ও ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেলসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা উপস্থিত থাকবেন। আগামী ৬ মে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। এর আগে গত ২২ এপ্রিল চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বলেন, সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা সবাই ঐক্যবদ্ধ। এ প্রতিনিধি সভা সফল ও সুন্দর করতে গতকালও নগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। এতে সবাই মিলে সবকিছু মনিটরিং করছেন। দলীয় নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় দলের শীর্ষ দুই নেতা যথাক্রমে সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন পাশাপাশি বসেই কমিটির অন্য নেতাদের নির্দেশনা দেন। এতে তারা দলের নেতা-কর্মীদের মধ্যে বিশৃঙ্খলা না হওয়ার লক্ষ্যে প্রতিনিধি সভায় তাত্ক্ষণিক বক্তব্য না দিয়ে আগের দিনই নির্বাহী কমিটিকে লিখিত বক্তব্য জমা দিয়ে তারই ভিত্তিতে বক্তব্য রাখার সুযোগ থাকবে বলে জানান। এ বিষয়ে ঐকমত্যের ভিত্তিতে দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তও গৃহীত হয়। একই সঙ্গে নগরের কোনো নেতার বন্দনা অথবা বিদ্বেষ প্রকাশ করে বক্তব্য দেওয়া যাবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়। নির্বাহী সভায় এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, সংগঠনের ভিতরে মতভেদ থাকতেই পারে।  কিন্তু প্রয়োজনে আমরা যে এক, সেটা কেন্দ্রীয় নেতাদের দেখিয়ে দিতে হবে। নগরীর চারটি আসনে জয় পাবার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, এটাই কেন্দ্রকে জানাতে হবে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন সাংগঠনিক বিধিবিধান অনুসরণ করে প্রতিনিধি সভায় বক্তব্য দেওয়ার জন্য নেতাদের নির্দেশনা দেন। দীর্ঘদিন ধরেই মহিউদ্দিন চৌধুরী ও নাছির উদ্দিনের মধ্যে নানা ইস্যুতে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে নিজেদের সমর্থকদের পাশাপাশি প্রশাসনের সঙ্গেও সংঘর্ষ হয়। খোদ মহিউদ্দিন চৌধুরী লালদীঘির মাঠে সমাবেশ ডেকে ‘খুনি’ বলে অভিযুক্ত করেন আ জ ম নাছিরকে। অন্যদিকে এর জবাবে নাছির ‘পাগল’ বলে পাল্টা বক্তব্য দেন। দুই নেতার এই বাকযুদ্ধে রাজনীতির মাঠ যখন উত্তেজনায় ভরা ঠিক তখনই ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে উভয়ে ঐক্যের ডাক দেন। একে-অপরের সঙ্গে হাত মিলিয়ে চট্টগ্রাম উন্নয়নে কাজ করবেন বলেও ঘোষণা দেন। এ ঘোষণার ২৪ ঘণ্টা না যেতেই  মহিউদ্দিন চৌধুরী সমর্থিত ছাত্রলীগ নেতারা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)’র ভূমিতে সুইমিং পুলের নির্মাণ কাজে (সরকারি কাজ) বাধা সৃষ্টি করে খেলার মাঠ রক্ষার দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। উল্লেখ্য, ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিজেকেএসেরও সাধারণ সম্পাদক। দুই নেতার মধ্যে দৃশ্যমান ঐক্য থাকলেও কর্মী সমর্থকদের মধ্যে চাপা উত্তেজনা থাকায় আসন্ন নগর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এর কোনো বহির্প্রকাশ ঘটে কিনা তা নিয়ে উদ্বেগ-আশঙ্কা রয়েছে। সভায় সিদ্ধান্ত হয়েছে সভাস্থল, আশপাশের সড়কসহ কোথাও মহানগর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ কোনো নেতার নামে পোস্টার, ব্যানার, ফেস্টুন লাগানো যাবে না। সভাস্থলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা ছাড়া কারও নামে স্লোগান দেওয়া যাবে না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর