শনিবার, ২৯ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিকদেবীর ভাস্কর্য অপসারণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় তাফসির পরিষদ। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। সংগঠনের চেয়ারম্যান আহমদ আবদুল কাইয়ুম বিক্ষোভ-পূর্ব সমাবেশে বলেন, ভাস্কর্য অপসারণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবেন না। এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মুফতি বাকী বিল্লাহ, মাওলানা মাহতাবউদ্দিন চৌধুরী ও হাফেজ মাওলানা নাজির আহমদ শিবলি প্রমুখ। আহমদ আবদুল কাইয়ুম বলেন, ভাস্কর্যের সংস্কৃতি ইসলামবিরোধী। ভাস্কর্য ও ইসলাম সাংঘর্ষিক। যারা ভাস্কর্যের সংস্কৃতি লালন করে তারা ঈমানদার হতে পারে না। তিনি বলেন, অবিলম্বে ভাস্কর্য অপসারণ করতে হবে, অন্যথায় সর্বত্র আন্দোলন গড়ে উঠবে।                                                                 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর