রবিবার, ৩০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
অ্যামনেস্টির প্রতিবেদন

মৃত্যুদণ্ড কার্যকরে দ্বিতীয় বাংলাদেশ

প্রতিদিন ডেস্ক

মৃত্যুদণ্ড কার্যকরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। গত বছর বাংলাদেশ ১০ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। আর সবচেয়ে বেশি ৮৭ জনের মৃত্যুদণ্ড দিয়ে প্রথম স্থানে রয়েছে পাকিস্তান। ২০১৬ সালে মৃত্যুদণ্ড প্রদান ও কার্যকর বিষয়ে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক বৈশ্বিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। চলতি এপ্রিলে প্রতিবেদনটি প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, গত বছর বিশ্বব্যাপী মোট এক হাজার ৩২ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। এ সংখ্যা আগের বছর ছিল ষোলোশ ৩৪টি। প্রতিবেদনে এ অঞ্চলের ২২টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অ্যামনেস্টির তথ্য অনুযায়ী, ২০১৬ সালে এশিয়া-প্যাসিফিকের মধ্যে বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ১০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এ ছাড়া গত বছর ২৪৫ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির আদালত। প্রতিবেদনে অরও বলা হয়, ২০১৬ সালে তার পূর্ববর্তী বছরের তুলনায় বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড কার্যকরের হার কমেছে। ২০১৫ সালের পর এক বছরের ব্যবধানে ৬০২টি মৃত্যুদণ্ড কার্যকর কমেছে। এর ফলে বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের মাধ্যমে প্রাণ হারানোর হার কমেছে ৩৭ ভাগ।

প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটিতে গত বছর ১১টি দেশে ১৩০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানে ৮৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপরেই রয়েছে বাংলাদেশের স্থান। এ ছাড়া মালয়েশিয়ায় নয়জন, আফগানিস্তানে ছয়জন, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে চারজন করে, জাপানে তিনজন এবং তাইওয়ানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। মানবাধিকার এ সংগঠনটির প্রতিবেদনে আরও বলা হয়, গত বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে ভারতে ১৩৬ জন, লাওসে তিনজন, মালদ্বীপে দুজন, মিয়ানমারে তিনজন, পাপুয়া নিউগিনিতে একজন, শ্রীলঙ্কায় ৭৯ জন, থাইল্যান্ডে ২১৬ জন এবং ভিয়েতনামে ৬৩ জনেরও বেশি মানুষের বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশ জারি করা হয়েছে।

সর্বশেষ খবর