সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

‘ইয়াবা সম্রাট’ যুবলীগ কর্মী মানিক মাঝি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া থেকে দক্ষিণাঞ্চলীয় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত যুবলীগ কর্মী মানিক মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মাহিলাড়ার ভাড়া বাসা থেকে ১২০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

মানিক মাঝি গৌরনদীর কটকস্থল গ্রামের মজিবুর রহমান ওরফে ইঙ্গুল মাঝির ছেলে। গৌরনদী মডেল থানার ওসি ফিরোজ কবির জানান,  দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গোপনে ইয়াবার চালান এনে বরিশাল জেলা ও বিভিন্ন উপজেলার মাদক স্পটে পাইকারি দরে বিক্রি করে আসছিলেন মানিক। সম্প্রতি তার আপন ভাই হিরা মাঝি, তার সহযোগী বার্থী ইউপির সদস্য মামুনুর রশিদ ওরফে মুন্না মোল্লা ও শহিদ বেপারীকে ৯০০ পিস ইয়াবাসহ আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। ওই     তিন মাদক বিক্রেতার স্বীকারোক্তিতে দক্ষিণাঞ্চলে ইয়াবার পাইকরি বিক্রেতা হিসেবে গৌরনদীর যুবলীগ কর্মী মানিক মাঝির নাম উঠে আসে। এরপর গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ শনিবার রাতে মাহিলাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ মানিক মাঝিকে গ্রেফতার করে। পুলিশের তালিকায় শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে মানিক মাঝির নাম রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর