বুধবার, ১০ মে, ২০১৭ ০০:০০ টা

ময়মনসিংহে ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৫) নামের কাদিয়ানি মসজিদের এক ইমামকে কুপিয়েছে সশস্ত্র তিন যুবক। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামের খানপুর আহম্মেদিয়া মসজিদে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় এলাকাবাসী আহাদ (৩৫) নামের এক হামলাকারীকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় অপর দুই সহযোগী পালিয়ে যায়। আহত ইমাম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। তার বাড়ি দিনাজপুরের কাহালু উপজেলার দোহান্দা গ্রামে। তিনি ওই মসজিদে গত দুই বছর ধরে ইমামতি করছিলেন বলে জানা গেছে। আর হামলাকারী আহাদ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। সে স্থানীয় ইসলামপুর জাফরীয়া মাদ্রাসার ছাত্র। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। ঈশ্বরগঞ্জ থানার ওসি বদরুল আলম খান জানান, মামলার প্রক্রিয়া চলছে। গতকাল রেঞ্জ ডিআইজি, এডিশনাল ডিআইজি ও জেলা পুলিশ সুপার (এসপি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, খানপুর কাদিয়ানি মসজিদে এশার নামাজের পর তিন যুবক মসজিদে প্রবেশ করে ইমাম মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ইমামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মমেক হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে ঢামেকে প্রেরণ করা হয়। মমেক হাসপাতালের সার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আজিম উদ্দিন হীরা জানান, মোস্তাফিজুর রহমানকে উপর্যুপরি কোপানো হয়েছে। তার ঘাড়ের বাঁ পাশে কোপের দাগ রয়েছে। পিঠের নিচের অংশে কোপানোর ফলে খাদ্যনালির অংশ বের হয়ে যায়, বুকের ডান পাশে কোপানোয় ফুসফুস পর্যন্ত আঘাত পায়, আর ডান হাতের কব্জির একটি হাড় কেটে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসাধীন আহাদ সাংবাদিকদের জানান, ‘আমি কোনো দল বা গোষ্ঠীর সমর্থনে এ কাজ করিনি। রসুল (সা.)-এর হাদিসকে বিকৃত এবং আশপাশের মুসলমানদের ইসলাম সম্পর্কে বিভ্রান্ত করার জন্যই তাকে মেরে ফেলার চেষ্টা করি। সে ইমান নষ্ট করে কাদিয়ানি বানাচ্ছে স্থানীয়দের। তিনি বলেন, এ সময় আমার সঙ্গে সহপাঠী ইলিয়াস হোসেন ও জহিরুল ইসলাম ছিল। হামলা সম্পর্কে আহম্মেদিয়া মুসলিম জামায়াত বাংলাদেশের ন্যাশনাল পাবলিক রিলেশন সেক্রেটারি আহম্মেদ তবশির মুঠোফোনে বলেন, মৌলবাদীরা তাদের কাফের ভাবেন। এ কারণেই এ ঘটনা ঘটতে পারে।

সর্বশেষ খবর