বৃহস্পতিবার, ১১ মে, ২০১৭ ০০:০০ টা

সাত খুন মামলার ডেথ রেফারেন্স হাই কোর্টের কার্যতালিকায়

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। হাইকোর্টের ৫ নম্বর আদালতে আজ আদেশের জন্য রয়েছে এ ডেথ রেফারেন্স। ওই আদালতে বিচারক হিসেবে আছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। এর আগে ৭ মে সাত খুন হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের পেপারবুক (মামলার সারসংক্ষেপ) সরকারি ছাপাখানা থেকে হাইকোর্টে এসে পৌঁছায়। সেদিন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, পেপারবুক অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছেছে। প্রধান বিচারপতি হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ করে দিলে তা কার্যতালিকায় আসবে। সাত খুন মামলায় চলতি বছরের ১৬ জানুয়ারি ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ২৩ জন।

সর্বশেষ খবর