শিরোনাম
শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

পুলিশের গুলিতে স্কুলছাত্র আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

মাদক মামলার আসামি আটকের সময় স্বজনদের বাধা ও ধস্তাধস্তির সময় সিরাজগঞ্জের বেলকুচি থানার উপ-পরিদর্শকের পিস্তলের গুলিতে শুভ (১৪) নামে এক স্কুলছাত্র আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার চন্দনগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। শুভ ওই গ্রামের জুয়েল আকন্দের ছেলে ও স্থানীয় স্কুলের ১০ম শ্রেণির ছাত্র। শুভকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির পর আশঙ্কাজনক অবস্থায় রাত ৯টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেওয়া হয়েছে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক নাজমুল ইসলাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যার আগে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলীকে ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার পরিবারের লোকজন পুলিশকে ঘিরে ফেলে এবং আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আমার কোমর থেকে পিস্তল ছিনিয়ে নেয় এবং আমাকে ও এক কনস্টেবলকে মারপিট শুরু করে। তাদের কাছ থেকে পিস্তল উদ্ধারের জন্য ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি বেরিয়ে গেলে শুভ নামের ওই ছেলেটি গুলিবিদ্ধ হয়। এ ঘটনার পর হামলাকারীরা পালিয়ে গেলে মাদক ব্যবসায়ী রমজান আলীকে আটক করে থানা হেফাজতে আনা হয়। শুভর খালু জাহাঙ্গীর আলম জানান, রমজানকে আটকের সময় স্বজনদের সঙ্গে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে এসআই নাজমুল এক নারীর গালে থাপ্পড় দেয়। এ জন্য স্থানীয়রা ক্ষেপে গিয়ে পুলিশের ওপর চড়াও হয়। ওই সময় তার পিস্তলের গুলিতে পাশে দাঁড়িয়ে থাকা শুভ আহত হয়। গুলিটি তার ডান পায়ের ঊরুতে লেগে অপর পাশ দিয়ে বের হয়ে যাওয়ার সময় হাতের আঙ্গুলেও লেগেছে।  বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় শুভসহ নয়জন নামীয় ও অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর