শনিবার, ১৩ মে, ২০১৭ ০০:০০ টা

বেঁধে দেওয়া হলো ক্রেডিট কার্ডের সুদের হার

প্রতিদিন ডেস্ক

উচ্চ সুদ হার নিয়ে ব্যাপক অভিযোগের মধ্যে ক্রেডিট কার্ডে সুদের হার বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংকগুলো যে সুদে ভোক্তা ঋণ দিয়ে থাকে, তাদের ক্রেডিট কার্ডে সুদের হার তার চেয়ে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি হতে পারবে।

ক্রেডিট কার্ড পরিচালনায় বাংলাদেশ ব্যাংক প্রণীত নীতিমালায় এই সীমা বেঁধে দেওয়া হয়। খবর বিডিনিউজ।

বাংলাদেশে ব্যাংকগুলোর ক্রেডিট কার্ড পরিচালনার কোনো নীতিমালা এতদিন ছিল না। ফলে ক্রেডিট কার্ডে ব্যাংকগুলোর নিজেদের মতো উচ্চ সুদ নিত বলে অভিযোগ ছিল।   

এখন ‘গাইডলাইনস অন ক্রেডিট কার্ড অপারেশন্স অব ব্যাংকস’ অনুসরণ করতে হবে তাদের। বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’র মহাব্যবস্থাপক আবু ফারাহ মো. নাছের বলেন, ‘নিয়মের মধ্যে আনতেই প্রথমবারের মতো এই নীতিমালা করা হলো।’ বৃহস্পতিবার একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ খবর