সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা
১১ মাসের শিশুর বিরুদ্ধে চার্জশিট

মিরপুর থানার এসি-ওসি প্রত্যাহার বরখাস্ত এসআই

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর থানায় করা মারামারি, চুরি, ঘরবাড়ি ভাঙচুরের মামলায় মৃত ব্যক্তি এবং ১১ মাসের এক শিশুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার অভিযোগে তদন্ত কর্মকর্তা এসআই মারুফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) কাজী মাহবুবুল আলম ও পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার এবং মিরপুর বিভাগের ডিসি ও এডিসিকে সতর্ক করা হয়েছে। গতকাল পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সহেলী ফেরদৌস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করে এপিবিএন মহালছড়িতে সংযুক্ত করা হয়েছে এবং এসি কাজী মাহবুবুল আলমকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহারপূর্বক ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এসআই মারুফুল ইসলামসহ এ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হচ্ছে। পাশাপাশি মামলাটি ‘পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে নিবিড়ভাবে তদারক’ করতে মিরপুর বিভাগের ডিসি ও এডিসিকে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। ২০১৬ সালের ২৬ জুন পাইকপাড়ার হাবিবুর রহমান তার বাড়িতে ঢুকে মারধর ও চুরির অভিযোগ এনে মিরপুর থানায় মামলা করেন। এসআই মারুফ এই বছরের ২৭ ফেব্রুয়ারি ১১ মাসের একটি শিশু এবং মৃত আরিফুর রহমানসহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। শিশু ও মৃত ব্যক্তিকে পলাতক দেখিয়ে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানাও নিয়েছিলেন তিনি। ওই দুই আসামিকে গ্রেফতার করতে গেলে বিষয়টি প্রকাশ পায়। এরপর তদন্ত কর্মকর্তা ও মামলার বাদীকে আদালতে তলব করা হয়। আগামীকাল মামলার তদন্ত কর্মকর্তা ও বাদীকে সংশ্লিষ্ট আদালতে হাজির হতে বলা হয়েছে।

সর্বশেষ খবর