সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

এখনো থমথমে গোদাগাড়ী জঙ্গি সুমাইয়া রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এখনো থমথমে গোদাগাড়ী জঙ্গি সুমাইয়া রিমান্ডে

এখনো থমথমে রাজশাহীর গোদাগাড়ীর বেনীপুর। বৃহস্পতিবার জঙ্গি বিরোধী অভিযানে এক ফায়ার সার্ভিস কর্মীসহ ৬ জঙ্গি নিহত হওয়ার পর এখনো সেখানে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ওই এলাকার আশপাশেও যাচ্ছেন না। এদিকে জঙ্গি আস্তানা থেকে আত্মসমর্পণ করা সুমাইয়া খাতুনকে ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সুমাইয়াকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। বিচারক তার ১০ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী জানান, সুমাইয়াকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এ হাজির করে পুলিশ। রিমান্ড মঞ্জুর হওয়ায় পুলিশ তাকে গতকাল থেকেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জঙ্গি আস্তানায় অভিযান শুরুর পর সুমাইয়ার বাবা, মা, ভাই, বোন ও বহিরাগত এক জঙ্গি পুলিশের গুলি ও আত্মঘাতী বোমার বিস্ফোরণে নিহত হয়। এরপর দুই শিশুসন্তান নিয়ে সুমাইয়া আত্মসমর্পণ করেন। সুমাইয়ার আট বছরের ছেলে জুবায়েরকে তার চাচার জিম্মায় দেওয়া হয়েছে। তবে তিন মাসের মেয়ে আফিয়া সুমাইয়ার সঙ্গে থাকবে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর