সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

ছাগলের দুধ উৎপাদন দেখতে থাইল্যান্ডে মত্স্য অধিদফতরের ডিজি!

নিজস্ব প্রতিবেদক

ভেড়ার উৎপাদন দেখে চার দিন আগে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর এবার দলবল নিয়ে থাইল্যান্ড যাচ্ছেন মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক। উপলক্ষ ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ উৎপাদন স্বচক্ষে পরিদর্শন করা। গতকাল রবিবার মন্ত্রী এবং তার অন্য চার সফরসঙ্গী ব্যাংকক যাচ্ছেন। তারা সেখানে ছয় দিন থাকবেন। মন্ত্রণালয় সূত্র জানায়, ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ উৎপাদন দেখতে থাইল্যান্ডের রাজ পরিবারের আমন্ত্রণে মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল থাইল্যান্ড যাচ্ছে। এই দলের অন্য সদস্যরা হলেন মত্স্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সৈয়দ আরিফ আজাদ, মত্স্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) ডিজি ড. ইয়াহিয়া মাহমুদ, প্রাণিসম্পদ অধিদফতরের ভারপ্রাপ্ত ডিজি ড. মো. আইনুল হক এবং মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. মোস্তাফিজুর রহমান। মন্ত্রী যে ছাগলের দুধ উৎপাদন দেখতে যাচ্ছেন সেই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শুভেচ্ছাস্বরূপ থাইল্যান্ডের রাজ পরিবারকে দেওয়া হয়েছিল। মন্ত্রীকে ছাগলের দুধ উৎপাদন দেখতে আমন্ত্রণ জানানো হলেও মন্ত্রীর সফরসঙ্গী কেন মত্স্য অধিদফতর এবং প্রাণিসম্পদের দুই ডিজি— এ নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

জানা গেছে, মন্ত্রীর ইচ্ছায় এই দুই ডিজিকে তার সফরসঙ্গী করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উৎপাদন ও ব্যবস্থাপনা সম্পর্কে জানতে প্রাণিসম্পদমন্ত্রী দলবল নিয়ে ২ মে অস্ট্রেলিয়া গিয়েছিলেন। ওই সফর শেষে ৯ মে তারা দেশে ফেরেন।

সর্বশেষ খবর