সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা
এফবিসিসিআই নির্বাচন পদ্ধতি

সংস্কার চেয়ে ভোট দিলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) নির্বাচন পদ্ধতির সংস্কার চেয়ে ভোট দিয়েছেন ব্যবসায়ীরা। উৎসব মুখর এই নির্বাচনে এসোসিয়েশন গ্রুপের ১৮৯৮ জন ভোটারের মধ্যে ১৬৬৮ জন ভোট দিয়েছেন। বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহানসহ দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা এই ভোট উৎসবে শামিল হন। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত। দিনভর এ নির্বাচনে ভোট দিতে আসা শীর্ষ ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন এফবিসিসিআইর সাবেক সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক, সাবেক সভাপতি সালমান এফ রহমান, আবদুল আউয়াল মিন্টু, কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ। এ ছাড়াও ভোট দিয়েছেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, জাতীয় সংসদের সদস্য এ কে এম সেলিম ওসমান, মোরশেদ আলম, শিল্পী মমতাজ বেগম, আসলামুল হক প্রমুখ। এবার এফবিসিসিআইর ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও, হয়েছে এসোসিয়েশন গ্রুপের ১৮টি পদে। চেম্বার গ্রুপের ১৮ পদে সমঝোতা হওয়ায় ভোট হয়নি। বাকি ২৪টি পদে সরকার মনোনীত পরিচালকরা আসীন হবেন, যার ১২টি হবে চেম্বার ও ১২টি অ্যাসোসিয়েশনের। এসোসিয়েশন গ্রুপ থেকে এবার ব্যবসায়ী ঐক্য ফোরাম ও সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের ৩৬ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্যানেল লিডার একমাত্র সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন।

এফবিসিসিআইর নির্বাচন বোর্ড জানিয়েছে, আগামীকাল ১৬ মে পরিচালকদের ভোটে সভাপতি, প্রথম সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত হবেন। ১৭ মে পরিচালক পদের বিপরীতে আপিল করা যাবে। আর ২০ মে ঘোষণা করা হবে চূড়ান্ত ফলাফল।

সর্বশেষ খবর