মঙ্গলবার, ১৬ মে, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতে অভিযান

নিজস্ব প্রতিবেদক

১৭টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিতে গতকাল থেকে অভিযান শুরু করেছে সরকার। ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পিয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দাসহ ১৭টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে দেশের বিভাগ, জেলা, উপজেলা, থানা পর্যায়ে এ অভিযান শুরু হয়েছে। এ ১৭টি পণ্যে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। গতকাল সারা দেশে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ৭০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয়। ঢাকার কাওরান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা মেট্রোপলিটন এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। এ সময় পাট অধিদফতরের পরিচালক লোকমান আহমদ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ব্যবসায়ীরা এ আইনকে স্বাগত জানান। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ অপরাধ দ্বিতীয়বার করলে সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত করা হবে।

সর্বশেষ খবর