বুধবার, ১৭ মে, ২০১৭ ০০:০০ টা

যুবক খুন, হত্যা মামলা মুশফিকের বাবার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যবসায়ী ইমদাদুল হক ইমদাদের  ছেলে মাসুক ফেরদৌস (১৬) হত্যার ঘটনায় জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের পিতা মাহবুব হামিদ তারা ও চাচা ওয়ার্ড কাউন্সিলর মেজবাহুল হামিদসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সন্ধ্যায় বগুড়া সদর থানায় মাসুকের হত্যা মামলা করেন ইমদাদুল হক। মাসুক হত্যার বিচারের দাবিতে মাটিডালি উচ্চ বিদ্যালয়ের সামনে সকালে ছাত্র ও এলাকাবাসী মানববন্ধন করেছে। মামালার  এজাহারে বলা হয়, মাহবুব হামিদ তারা ও তার ভাই মেজবাহুল হামিদের সঙ্গে পারিবারিক শত্রুতা ও স্থানীয় মাটিডালি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে শত্রুতার সূত্র ধরে ১৩ মে সন্ধ্যায় আসামি নাঈম ও অনিক নিহত মাসুককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর নাঈমের বাড়িতে আটকে রেখে মোবাইল ফোন কেড়ে নেয়। মাসুক সেখান থেকে পালিয়ে যেতে দৌড় দেয়। এ সময় আসামিরা তার পিছু ধাওয়া করে লাঠি ও ক্রিকেট ব্যাট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। পরে আহত মাসুককে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। নিহত মাসুক বগুড়া এসওএস হারমান মেইনার স্কুলের নবম শ্রেণির ছাত্র। সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, এ ঘটনার তদন্ত চলছে। খুনের রহস্য উন্মোচন হবে খুব দ্রুত। খুনের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পেরেছি। তাদের দ্রুত গ্রেফতার করা হবে।

সর্বশেষ খবর