বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

বসুন্ধরায় শুরু হলো ডেনিম এক্সপো

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরায় শুরু হলো ডেনিম এক্সপো

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে ডেনিম কাপড় ও পোশাকের আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’। সস্তা ডেনিমের ভালো বাজার হিসেবে বিদেশি ক্রেতাদের কাছে দীর্ঘদিনের পরিচয় ঝেড়ে ফেলে বাংলাদেশি ডেনিম পণ্যের রি-ব্র্যান্ডিংয়ের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে এ প্রদর্শনী। গতকাল রাজধানীর কুড়িলে আইসিসিবির নবরাত্রী হলে ডেনিম পণ্যের দুই দিনব্যাপী এ প্রদর্শনী শুরু হয়।

চতুর্থবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের ১২টি ডেনিম কাপড় ও পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানসহ ১৩ দেশের ৪৯টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীতে উন্নত ফ্যাব্রিকসে প্রস্তুত বেশ কিছু ডেনিমের প্যান্ট নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। কথা হয় বিভিন্ন স্টলের কর্মীদের সঙ্গে। তারা বলেন, ‘বায়ারদের কাছে মেসেজ দিতে চাই— এখানে শুধু সস্তা ডেনিম পোশাক তৈরি হয় না, বাংলাদেশ এখন বিশ্বের টপ ডেনিম প্রস্তুতকারক দেশের একটি।’

গতকাল প্রদর্শনীর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এইচএসবিসি ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও এইচএসবিসি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা রুবানা হক, বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত থমাস প্রিনস ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারিতা কুলেনারা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে অংশ নেওয়া প্রতিষ্ঠানের কর্মীরা বলেন, ‘নানা প্রতিকূলতায় ডেনিম রপ্তানিতে প্রাপ্য মূল্য পাচ্ছি না।’ প্রদর্শনীতে অংশ নেওয়া ডেনিমের দেশি প্রস্তুতকারকরা জানান, বাংলাদেশে প্রস্তুত ডেনিম কাপড় ও পোশাকে রপ্তানিকারকদের আস্থা তারা অর্জন করতে চান।

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘ইউরোপের বাজারে বাংলাদেশের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করতে হবে। পোশাক কিনতে রপ্তানিকারকরা যা খরচ করছেন, তা “আপ-টু দ্য মার্ক” নয়। রপ্তানিকারকরা যদি ন্যায্য দাম দেন, তাহলে আমাদের দেশের উৎপাদন ক্ষমতা আরও বৃদ্ধি পাবে।’

প্রদর্শনীতে অংশ নেওয়া এম্বার গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার রাফাত হাসান চৌধুরী বলেন, ‘বছর কয়েক আগে বাংলাদেশি ডেনিমের মান তুলনামূলকভাবে কিছুটা কম থাকলেও বর্তমানে দেশে সেরা মানের ডেনিম তৈরি হচ্ছে। দু-তিন বছর আগেও বিদেশি পোশাক কোম্পানিগুলো কম দামের ডেনিম খুঁজতে এ দেশে আসত। আমাদের পণ্যের মানও তুলনামূলক খারাপ ছিল। এখন পরিস্থিতি পাল্টেছে। আমরা দেশেই এখন সেরা মানের ডেনিম তৈরি করছি। গুণগত মানের ডেনিম উৎপাদনে এগিয়ে গেলেও এখনো দেশে প্রয়োজনীয় কাঁচামাল, কেমিক্যাল ও মেশিনারিজ ইন্ডাস্ট্রিজ নেই।’

চীন, ব্রাজিল, জার্মানি, হংকং, ভারত, জাপান, পাকিস্তান, ইতালি, স্পেন ও তুরস্কের অংশগ্রহণে ষষ্ঠবারের মতো বসা ডেনিম এক্সপোর এবারের আসর চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আর এটি বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত থাকবে সবার জন্য।

সর্বশেষ খবর