বৃহস্পতিবার, ১৮ মে, ২০১৭ ০০:০০ টা

জাতিসংঘ মডেল অধিবেশনে তারুণ্যের মিলনমেলা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিশ্ব টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণে শুরু হয়েছে চার দিনব্যাপী জাতিসংঘ মডেল অধিবেশন। বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রায় ৩০০ তরুণ অংশ নিয়েছেন এ অধিবেশনে। গতকাল বিকালে আশা ইউনিভার্সিটি মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা : জাতিসংঘ মডেল গ্লোবাল এডিশন’ শীর্ষক এই অধিবেশনের উদ্বোধন করা হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নিয়ে গঠিত সংগঠন হাউস অব ইয়ুথ ডায়ালগ (এইচওয়াইডি) অধিবেশনটির আয়োজন করে। আয়োজনের মিডিয়া পার্টনার বাংলাদেশ প্রতিদিন। অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ব শ্রম সংস্থার (আইএলও) সিনিয়র লেবার ইনস্পেকশন স্পেশালিস্ট আলবার্টো সার্ডা মিকো, ইউএসএইড-এর অফিসার ইনচার্জ সামিয়া খান, ইওএন গ্রুপের চেয়ারম্যান মৌমিন উদ দৌলা, কমিউনিকেশন অ্যান্ড নলেজ ম্যানেজমেন্টের ম্যানেজার ফয়জুল করিম, আশা ইউনিভার্সিটির শিক্ষক দেওয়ান আনোয়ারুল আসিফ, এইচওয়াইডির উপদেষ্টা জুনায়েদ আলম প্রমুখ। মৌমিন উদ দৌলা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিত করতে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ আয়োজন থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারবে। সামিয়া খান বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ১৭টি উপাদান দরকার। সমাজ থেকে দারিদ্র্য দূরীকরণ, জেন্ডার সমতা, ন্যায়বিচার, সুস্বাস্থ্য ইত্যাদি নিশ্চিত করতে পারলে প্রকৃত উন্নয়ন সম্ভব। সার্ডা মিকো বলেন, বিশ্ব শ্রম সংস্থা বাংলাদেশে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শ্রমিকদের নানা ইস্যুতে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আমরা অবদান রেখে চলছি। এইচওয়াইডির মহাসচিব জাহিদ হাসান আখন্দ সেশনটির উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির ডিজি হামিম ইসলাম।

আজ বৃহস্পতিবার থেকে অধিবেশনের পরবর্তী সেশনগুলো অনুষ্ঠিত হবে কক্সবাজারে। যেখানে জাতিসংঘের সাধারণ অধিবেশনসহ নিরাপত্তা কাউন্সিল ও  বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো মডেল বৈঠকে বসে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে তরুণরা তাদের মতামত উপস্থাপন করবেন। সেশন শেষে গুরুত্বপূর্ণ মতামতগুলো রেজ্যুলেশন হিসেবে পাস হবে।

সর্বশেষ খবর