শুক্রবার, ১৯ মে, ২০১৭ ০০:০০ টা

তারকা আলোতে ঝলমলে কান

প্রতিদিন ডেস্ক

তারকা আলোতে ঝলমলে কান

বিশ্ব চলচ্চিত্র তারকাদের অন্যতম জমকালো আয়োজন কান উৎসব। ৭০তম এবারের আসর গত পরশু শুরু হয়ে গেছে ফ্রান্সের আলো ঝলমল শহর কানে। চলবে ২৮ মে পর্যন্ত। সাগর ছুঁয়ে থাকা কান শহরে এখন রথী-মহারথীদের পদচারণায় মুখরিত। উৎসবের লালগালিচায় এবারও ভারতের হয়ে হাঁটবেন ভারতের তিন শিরোমণি ঐশ্বরিয়া রাই বচ্চন, দিপিকা পাডুকোন ও মল্লিকা শেরাওয়াত। উদ্বোধনী রাতে নিজেদের সৌন্দর্যের দ্যুতি ছড়ান বিশ্ব তারকারা। প্রতিবার কান উৎসব ছাড়িয়ে যায় আগেরবারের আমেজকে। এবারও ছাড়িয়ে যাওয়ার আভাস পাওয়া গেল শুরুর দিনেই। উদ্বোধনী অনুষ্ঠানে জুড়ি বোর্ডের প্রেসিডেন্ট পেদ্রো আলমোদাভার বলেছেন, ?‘আমি আমার সর্বোচ্চ ভালো এবং সর্বোচ্চ মন্দ সবকিছু দিয়েই চেষ্টা করব আমার কাজটা করার।’ ফ্যাশন আর জৌলুসে ৭০তম কান যেন ছাড়িয়ে গেছে অতীতের সব আয়োজনকে। উদ্বোধনী দিনেই মহাতারকাদের পদচারণে আবারও উজ্জ্বল ছিল লালগালিচা। লালগালিচায় ঔজ্জ্বল্য বাড়িয়ে দিয়েছেন সুজান স্যারেন্ডন, জুলিয়ান মুর, মারিয়ন কোতিয়াহ, উমা থারম্যান, এলি ফ্যানিং ও দীপিকা পাডুকোনের মতো তারকারা। আর নির্মাতাদের মধ্যে মাইকেল হানেকে, রোমান পোলানস্কি, ফাতিহ আকিন, নওমি কাওয়াসি, মিশেল আজানভিকুস, টড হেনেসের মতো পরীক্ষিত নির্মাতারা তো আছেনই। সঙ্গে যোগ হয়েছেন আন্দ্রেই জিগনাতসিয়েভ আর ইয়োরগোস লানথিমোসের মতো এ সময়ের সাড়া জাগানো নির্মাতারাও। উৎসবের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার হচ্ছে ‘স্বর্ণপাম’। এবার কানে এ বিভাগে লড়াই করার জন্য ১৮টি ছবির নাম ঘোষণা করেন উৎসবের সভাপতি পিয়েরে লেসকিউ। এ ১৮টি ছবির ক্ষেত্রে বিশ্বের খ্যাতিমান বেশ কয়েকজন নির্মাতার ছবি স্থান পেয়েছে। নির্বাচিত ছবিগুলোর তালিকায় রয়েছে ‘দ্য বিগাইল্ড’ (নির্মাতা : সোফিয়া কপোলা, যুক্তরাষ্ট্র), ‘ওয়ান্ডারস্ট্রাক’ (নির্মাতা : টড হেইন্স, যুক্তরাষ্ট্র), ‘রেডিয়েন্স’ (নির্মাতা : নাওমি কাওয়াসে, জাপান), ‘হ্যাপি অ্যান্ড’ (নির্মাতা : দমাইকেল হানেকি, জার্মানি), ‘ইন দ্য ফেড’ (নির্মাতা : ফাতি আকিন, ফ্রান্স), ‘দ্য ড্রেডেড’ (নির্মাতা : মিশেল হাজানাভিসিয়ুস, ফ্রান্স), ‘লাভলেস’ (নির্মাতা : আন্দ্রেই জিভিয়াজিন্তসেভ, ফ্রান্স), ‘দ্য কিলিং অব অ্যা স্যাক্রেড ডিয়ার’ (নির্মাতা : ইওর্গেস লানথিমস, যুক্তরাষ্ট্র) ইত্যাদি। এবারের কান উৎসবের উদ্বোধনী উপস্থাপনা করেন মনিকা বেলুচ্চি। একই সঙ্গে সমাপনী অনুষ্ঠানেরও উপস্থাপনা করেন তিনি। ‘ইসমায়েলস গোস্টস’ চলচ্চিত্রটি প্রদর্শনীর মধ্য দিয়ে এবারের কান চলচ্চিত্র উৎসবের যাত্রা হয়। বাংলাদেশ থেকেও এবারের কান উৎসবে কয়েকটি ছবি অংশ নেবে বলে জানা গেছে। তবে উৎসবে আমন্ত্রিত হয়ে নয়। স্বউদ্যোগে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর