শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা

প্রশ্ন ফাঁস, অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রশ্নপত্র ফাঁস হওয়ায় স্থগিত করা হয়েছে অগ্রণী ব্যাংকের নিয়োগ পরীক্ষা। দুই শিফটে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও বিকালে পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকালের শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হলেও সেটা নিয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি কর্তৃপক্ষ। গতকাল রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে নিয়োগের জন্য পরীক্ষা গ্রহণের নির্ধারিত তারিখ ছিল।

জানা গেছে, সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত প্রথম ভাগের পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে অভিযোগ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরীক্ষা শুরুর আগে পরীক্ষা কেন্দ্রের বাইরে ফাঁস হওয়া প্রশ্নপত্র অনেক শিক্ষার্থী দেখেছেন। পরীক্ষার্থীরা ফেসবুকে প্রশ্নপত্র দিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপরও কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ করে। তবে পরে পরীক্ষার দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগ অনিবার্য কারণবশত বিকালের পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে সব পরীক্ষা কেন্দ্রের বাইরে নোটিস ঝুলিয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান আবু তালেব সাংবাদিকদের জানিয়েছেন, অনিবার্য কারণবশত বিকালের পরীক্ষা স্থগিত করেছি আমরা। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কিছু অভিযোগ আমরা পেয়েছি। এ কারণে আমরা ঝুঁকি নিতে চাচ্ছি না। অভিযোগটি আমরা যাচাই-বাছাই করব। পরে সুবিধাজনক সময়ে পরীক্ষা নেওয়া হবে। জানা গেছে, দুই সেশন মিলিয়ে ২ লাখ ৩ হাজার পরীক্ষার্থী ছিল। এর মধ্যে সকালে ১১টা থেকে ১২টা পর্যন্ত পরীক্ষায় অংশ নেন প্রায় এক লাখ পরীক্ষার্থী। বিকালে বাকিদের পরীক্ষা হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার গভীর রাত থেকেই ফাঁস হওয়া প্রশ্ন ও তার উত্তর সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে বলে একাধিক চাকরিপ্রার্থী জানিয়েছেন। সকালে পরীক্ষায় অংশ নেওয়া একাধিক পরীক্ষার্থী জানিয়েছেন, রাত থেকেই শুনছিলাম প্রশ্ন নাকি ফাঁস হয়েছে। সকালে হলে ঢোকার আগে দেখি অনেকে প্রশ্ন দেখে দেখে উত্তর মুখস্ত করছেন। পরে পরীক্ষার হলে প্রশ্ন পাওয়ার পর দেখি হুবহু মিল। রবি নামে এক পরীক্ষার্থী বলেন, পরিচিত এক পরীক্ষার্থীর কাছে হাতে লেখা প্রশ্ন ও উত্তর দেখেছি। ইংরেজি বিষয়ের অনেকগুলো প্রশ্ন পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে মিলে গেছে। রাষ্ট্রায়ত্ত সব ব্যাংকের নিয়োগ পরীক্ষা ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে হয়। নিয়োগ পরীক্ষার বিষয়ে তারা সাচিবিক দায়িত্ব পালন করে। পরীক্ষা নেওয়ার জন্য তারা দরপত্র দেয়। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের নিয়োগ পরীক্ষার দরপত্র পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগ। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, অভিযোগ পাওয়ার পর বিকালের অংশের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকালের পরীক্ষার বিষয়ে কী করা হবে, সে সিদ্ধান্ত জানায়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

সর্বশেষ খবর