শনিবার, ২০ মে, ২০১৭ ০০:০০ টা
প্রকৃতি

বালিহাঁসের অভয়াশ্রম বারুদহ বিল

রংপুর প্রতিনিধি

বালিহাঁসের অভয়াশ্রম বারুদহ বিল

বালিহাঁসের ডানা ঝাপটানোর পতপত শব্দে সব সময় মুখরিত থাকে রংপুরের পীরগঞ্জ উপজেলার বারুদহ বিল। এরা অভয়াশ্রম হিসেবে বেছে নিয়েছে এই বিলকে।

শহর থেকে ৩০ কিলোমিটার দূরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নে এই বারুদহ বিল। ৮০০  একরের এ বিলে এখন রয়েছে কয়েক হাজার বালিহাঁসের বসবাস। এখানে কেউ বালিহাঁসকে বিরক্ত করে না, কেউ শিকারও করে না। বারুদহ বিলের জীববৈচিত্র্য অনুকূলে থাকায় এবং বিল পাড়ের মানুষের গভীর সহানুভূতির কারণে বালিহাঁসগুলো এখানে এভাবে দল বেঁধে আস্তানা গাড়তে পেরেছে। বিল এলাকার স্কুলশিক্ষক মমতাজুল ইসলাম বলেন, বালিহাঁসগুলো এলাকার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এরা আমাদের অতিথি। এলাকার মানুষ বালিহাঁসগুলোকে আপন করে নেওয়ায় কেউ তাদের শিকার করে না। বাইরে থেকে কেউ শিকার করতে এলে তাকে বাধা দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। এলাকার কৃষক তমিজ উদ্দিন বলেন, ‘বিলের জমিতে যখন কাম করি তখন বালিহাঁস মাথার ওপর দিয়া ওড়াওড়ি করে। তখন খুব ভালো লাগে। জমিতে ওরা ডিম পাড়ে। সে ডিম কাকো নিব্যার দেই না’

সর্বশেষ খবর