রবিবার, ২১ মে, ২০১৭ ০০:০০ টা

নরসিংদীতে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব

সঞ্জিত সাহা, নরসিংদী

নরসিংদীর গাবতলীতে জঙ্গি আস্তানা সন্দেহে দুবাই প্রবাসী মইন উদ্দীনের বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব। গতকাল সন্ধ্যা থেকে উত্তর গাবতলী এলাকায় জঙ্গিবিরোধী এ অভিযান চলছে। এ সময় বাড়ির মালিকের ছোট ভাই জাকারিয়াকে আটক করেছে র‌্যাব। র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, মইন উদ্দীনের বাড়িটি নরসিংদী জামিয়া কাসেমিয়া নামে একটি মাদ্রাসার কাছে। সালাউদ্দিন নামে ওই মাদ্রাসার কামিল বর্ষের একজন ছাত্র পরিচয় দিয়ে চলতি মাসের ৩ তারিখ মইন উদ্দীনের বাড়িটি ভাড়া নেয়। এরপর ওই বাড়িতে সালাউদ্দিন চার থেকে পাঁচজন নিয়ে বসবাস করে আসছে। র‌্যাবের ধারণা, তারা জেএমবির সক্রিয় সদস্য। ওই বাড়িতে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছিল। এমন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ থেকে র‌্যাব-১১ এর সিও লে. কর্নেল কামরুল হাসানের নেতৃত্বে র‌্যাব সদস্যরা এ অভিযানে অংশ নেন। স্থানীয় লোকজন জানান, বাড়িটিতে নরসিংদী সরকারি কলেজের মাস্টার্সের দুই শিক্ষার্থী বাছির আহমেদ ও জাফর মিয়া রয়েছে। তারা বাড়িটিতে ভাড়া থাকে। তাদের মধ্যে বাছির নারায়ণগঞ্জের আড়াইহাজারের নুরুল ইসলাম মোল্লার ছেলে ও জাফর সদর উপজেলার চরভাসানিয়া পাইকারচর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে। রাত সাড়ে ৯টার দিকে আজহার ইবনে মাহফুজ নামে এক ব্যক্তি জানান, তার শ্যালক মাসুদুর রহমান জামেয়া কাসেমিয়া মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র বাড়িটিতে রয়েছে। সে জাফর নামের এক শিক্ষকের কাছে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়তে গিয়েছিল। পরে অভিযানে আটকা পড়ে। জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজহারের বাড়ি টাঙ্গাইলে। মাসুদুর রহমানের বাড়ি গাজীপুরের বোর্ডবাজার এলাকার আ. মজিদ মিয়ার ছেলে। বাড়ির ভিতর রয়েছেন জামেয়া কাসেমিয়া মাদ্রাসার ছাত্র মাসুদুর রহমান। তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলে জানিয়েছেন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের ছাত্র সালাউদ্দিন, নরসিংদী সরকারি কলেজের ছাত্র আবু জাফর, একই কলেজের ছাত্র বাছিরুল ইসলাম, একই কলেজের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র মসিউর রহমানসহ পাঁচজন রয়েছে। মাসুদ আরও জানিয়েছেন তাদের কাছে কোনো প্রকার অস্ত্র নেই। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চাইলে তারা আত্মসমর্পণ করবেন। বাড়িটির পাশের দোকানি নুরুল ইসলাম জানান, বাড়িটির ভাড়াটিয়ারা বয়সে তরুণ। দোকান থেকে জিনিসপত্র কিনতে আসতেন। ভাড়াটিয়ারা দোকানিকে জানান, তারা অবিবাহিত। অবিবাহিত হওয়ায় চেষ্টা করেও এতদিন কোনো বাসা ভাড়া পাননি। শেষে এই বাড়িটি ভাড়া দিতে রাজি হয়েছে।

সর্বশেষ খবর