বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

বাদ পড়লেন ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম পারভেজকে সরিয়ে দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। গতকাল ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকটির ৩৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, ইসলামী ব্যাংকে দুজন ভাইস চেয়ারম্যান ছিলেন। এখন থেকে ব্যাংকটিতে একজন ভাইস চেয়ারম্যান থাকবেন। তিনি হলেন আল-রাজি গ্রুপের প্রতিনিধি ইউসুফ আবদুল্লাহ আল-রাজি। অধ্যাপক আহসানুল আলম পারভেজ আর ভাইস চেয়ারম্যান থাকবেন না, ইনডিপেনডেন্ট ডিরেক্টর থাকবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আহসানুল আলম পারভেজ এই বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন না। পরিচালনা পর্ষদের এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান। সভায় সৌদি আরবভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ইসলামী ব্যাংক থেকে তাদের অধিকাংশ বিনিয়োগ তুলে নেওয়ার সিদ্ধান্ত জানায়। বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ইসলামী ব্যাংকের সাড়ে ৭ শতাংশ শেয়ার থেকে ৫ দশমিক ৪ শতাংশ বিক্রি করবে আইডিবি।

সর্বশেষ খবর