বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি পায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বেগম খালেদা জিয়ার কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার অনুমতি গতকাল পর্যন্ত পায়নি বিএনপি। পুলিশ জানিয়েছে, একই স্থানে একই সময়ে জনসভা করতে অনুমতি চেয়েছে আওয়ামী লীগও। তাই নিরাপত্তার স্বার্থে কাউকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। আজ বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিতে পারে বিএনপি। আজ সকালে এ ব্যাপারে সংবাদ সম্মেলনও করতে পারে দলটি। জানা যায়, গতকাল দুপুরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী পুলিশের অনুমতি নিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয়ে যান। কিন্তু তাদের সঙ্গে পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দেখাই করেননি। পরে রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদারের সঙ্গে ফোনে কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। কিন্তু সেখান থেকে ইতিবাচক কোনো সাড়া পায়নি বিএনপি। এ প্রসঙ্গে পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলাদেশ প্রতিদিনকে জানান, একই দিনে একই সময়ে আওয়ামী লীগ ও বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার অনুমতি চেয়ে আবেদন করেছে। তাই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই কাউকেই অনুমতি দেওয়া হয়নি। এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় দুপুরে এক অনুষ্ঠানে বলেন, সভা সমাবেশ করার জন্য বিএনপি দীর্ঘদিন সরকারের অনুমতির অপেক্ষা করবে না। আমাদের প্রতিবাদ সমাবেশ আছে, আমরা ধরেই নিয়েছি এই সরকার অনুমতি দিবে না। তবে কয়দিন দিবে না। কিন্তু দীর্ঘদিন আমরা তাদের অনুমতির অপেক্ষা করব না। সরকারের সব ধরনের চোখ রাঙানি এবং তার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ধরনের উসকানি উপেক্ষা করে আমরা যে দিন রাজপথে নামব, সেই দিন এই সরকার থাকবে না। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনটির আয়োজন করে জাতীয়তাবাদী জিয়া সমাজকল্যাণ পরিষদ নামের একটি সংগঠন। মানববন্ধনে অবিলম্বে বরকত উল্লাহ বুলুর নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা। সরকারকে হুঁশিয়ারি দিয়ে গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, আমরা আন্দোলন করছি না তার মানে এই নয়  যে আমরা জাতির কাছে ওয়াদা করেছি বা শেখ হাসিনার কাছে দায়বদ্ধ, কোনো দিন আন্দোলন করব না। সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন, বাংলাদেশ  লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, আশরাফ উদ্দীন বকুল, কাজী মনিরুজ্জামান মনির, এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সর্বশেষ খবর