বুধবার, ২৪ মে, ২০১৭ ০০:০০ টা

এবার লক্ষ্মীপুরে শিশুর পায়ুপথে বাতাস ঢুকিয়ে নির্যাতন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে ১২ বছরের শিশু শ্রমিক মিলন হোসেনের পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। মোটরসাইকেলে হাওয়া দেওয়ার কমপ্রেসার মেশিন দিয়ে তার পেটে বাতাস ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে পরিবার। গত রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মজু চৌধুরীর হাটে এ ঘটনা ঘটে। আহত ওই শিশুকে প্রথমে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতিতে রাত ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিয়াজ হোসেনকে আটক করে পুলিশ। নির্যাতনের শিকার মিলন কমলনগর উপজেলার চর মার্টিন গ্রামের আবদুর রহমানের ছেলে। সে স্থানীয় সেলিমের হোটেলে কাজ করত।

স্বজনরা জানান, মজু চৌধুরীর হাটে সেলিমের হোটেলে কাজ করত ১২ বছর বয়সী মিলন। সন্ধ্যার দিকে হোটেল থেকে মিলনকে পাশের বাইসাইকেল মেকার রিয়াজ হোসেন তার দোকানে ডেকে নেন। এরপর জোরপূর্বক সাইকেলে হাওয়া দেওয়ার কমপ্রেসার মেশিন দিয়ে তার পেটে বাতাস ঢুকিয়ে দেন।

এতে পেট ফুলে গিয়ে গুরুতর আহত হয়ে পড়ে সে। রাত ৯টার দিকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে ১০টার দিকে ঢাকায় পাঠানো হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, ‘মিলনের পেটে বাতাস ঢুকিয়ে দেওয়ায় পেটের নাড়িভুঁড়ি ছিঁড়ে ও ফুসফুস ফেটে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অভিযুক্ত রিয়াজকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।’

সর্বশেষ খবর