বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭ ০০:০০ টা

বাড়ছে দাবদাহ বাড়ছে রোগীও

নিজস্ব প্রতিবেদক

বাড়ছে দাবদাহ বাড়ছে রোগীও

তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। অসুস্থ হয়ে পড়ছে শিশু এবং বৃদ্ধরা। গতকাল খাগড়াছড়ি এবং মাদারীপুরে হিট স্ট্রোকে মারা গেছেন দুজন। তীব্র গরমের কারণে রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। গাজীপুরে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ায় গতকাল পাঁচটি কারখানায় একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে।

তীব্র দাবদাহ কতদিন চলবে— জানতে চাইলে আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুস জানান, আগামী শনি-রবিবারের দিকে এ দাবদাহ কমতে পারে। গ্রীষ্মকাল হওয়ায় তাপ এমনিতেই একটু বেশি থাকে। কারণ এ সময় সূর্য তাপ দেয় ১০-১২ ঘণ্টা অথচ শীতকালে দেয় মাত্র ৫-৬ ঘণ্টা। আর এখন সূর্য লাম্বিকভাবে তাপ দেওয়ায় গরম অতিরিক্তি অনুভূত হচ্ছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। হিট স্ট্রোকে খাগড়াছড়ির রূপনগর এলাকায় একজন বৃদ্ধ এবং মাদারীপুরের রাজৈর উপজেলার দারাদিয়া গ্রামে সুজা খান (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। রোদের মধ্যে বাজার করে বাড়ি ফেরার পথে রাস্তার ওপর লুটিয়ে পড়েন সুজা খান। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, প্রচণ্ড গরমের কারণে তার মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রচণ্ড গরমে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়ায় গতকাল গাজীপুরে পাঁচটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, কাশিমপুরের নয়াপাড়া এলাকার কটন ক্লাব (বিডি), তাসনিয়া, মাল্টিসেফ ও আলিম নিটওয়্যার লিমিটেড নামে কারখানা এক দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। গতকাল ওই পাঁচ কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও সকাল ৯টার দিকে হঠাৎ করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠনো হয়। এ ঘটনার পর কারখানার কর্তৃপক্ষ বুধবারের জন্য কারখানায় ছুটি ঘোষণা করে।  এদিকে প্রচণ্ড দাবদাহে অসুস্থ হয়ে পড়ায় বৃদ্ধ এবং শিশুদের ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা শিশু হাসপাতাল, সংক্রামক হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। হাসপাতালের বহির্বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ রোগীই ভর্তি হচ্ছে জ্বর এবং পেটের অসুখ জনিত সমস্যায়। আর বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন হৃদরোগে।

সর্বশেষ খবর