বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭ ০০:০০ টা
ঘুষ-দুর্নীতি মামলা

সেই শিক্ষক শ্যামল কান্তি কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আলোচিত পিয়ার সাত্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে কারাগারে পাঠিয়েছে আদালত। এর আগে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে একই স্কুলের ইংরেজির শিক্ষক মোর্শেদা বেগমের কাছ থেকে এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেওয়ার মামলায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অশোক কুমার দত্তের আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গতকাল বিকালে আইনজীবীদের সঙ্গে নিয়ে ওই আদালতে এ মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন শ্যামল কান্তি। পরে আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করে। শ্যামল কান্তির আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, শ্যামল কান্তি শারীরিকভাবে অসুস্থ। এ ছাড়া তিনি একজন শিক্ষক। এসব দিক বিবেচনায় তিনি আদালতে জামিন প্রার্থনা করলেও আদালত তা নামঞ্জুর করেছে। আগামী ১৩ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। প্রসঙ্গত, মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুনুর রশিদ ১৭ এপ্রিল শ্যামল কান্তি ভক্তকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।

বাদীপক্ষের আইনজীবী এস এম সিদ্দিকুর রহমান জানান, মামলাটিতে শিক্ষক মোর্শেদা বেগম অভিযোগ করেন, তাকে এমপিওভুক্ত করে দেওয়ার প্রলোভন দেখিয়ে স্কুলের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত দুই দফায় এক লাখ ৩৫ হাজার টাকা ঘুষ নেন। কিন্তু তাকে এমপিওভুক্ত করা হয়নি। উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগে বন্দরের পিয়ার সাত্তার উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বিক্ষুব্ধ জনতার দাবির পরিপ্রেক্ষিতে কান ধরে ওঠবস করিয়েছিলেন। পরে এ ঘটনার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এতে শিক্ষক শ্যামল কান্তি নানাভাবে আলোচিত ও সমালোচিত হন। এ ঘটনায় সংসদ সদস্যের বিরুদ্ধে একটি মামলা চলছে। ওই মামলায় সেলিম ওসমান জামিনে রয়েছেন।

সর্বশেষ খবর