বৃহস্পতিবার, ২৫ মে, ২০১৭ ০০:০০ টা

চার জঙ্গি আস্তানায় অভিযান, মিলল আগ্নেয়াস্ত্র-গোলা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলার চারটি জঙ্গি আস্তানায় কোনো রকম সহিংস ঘটনা ছাড়াই অভিযান শেষ  করেছে র‌্যাব। এ সময় তারা বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

গতকাল সকাল ৮টার দিকে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চাঁদপাড়ার আবদুল মজিদ টানুর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। তবে সেখানে কোনো গোলাগুলি ছাড়াই আবদুল মজিদ টানুকে বের করা হয়। টানু এ এলাকার মৃত তোফজুল মণ্ডলের ছেলে। তাকে বের করার পর র‌্যাব সদস্যরা গাড়িতে তুলে নিয়ে স্থান ত্যাগ করে। পরে একই উপজেলার ফুরশেদপুর গ্রামের আফজালের বাড়িতে অভিযান শুরু করে তা আধা ঘণ্টার মধ্যে শেষ করা হয়। র‌্যাব জানিয়েছে, সেখানে কিছু পাওয়া যায়নি। পরে গোমস্তাপুর উপজেলার চকপুস্তম এলাকায় এজাবুলের বাড়িতে অভিযান চালিয়ে সেখানেও কিছু পাওয়া যায়নি। সর্বশেষ বালুগ্রাম-শিমুল তলায় আবদুস সাকুর ওরফে শুকুরুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে ২টি পিস্তুল, ১টি সুটারগান, ২টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও একটি খেলনা পিস্তুল উদ্ধার করা হয়। বেলা সোয়া ১১টার দিকে অভিযান শেষ করা হয়। এর আগে মঙ্গলবার রাতে গোমস্তাপুর বাজার এলাকা থেকে তিন নব্য জেএমবি সদস্যকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে তিন কেজি গান পাউডার, একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওই তিনজনের দেওয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ আস্তানা চারটির সন্ধান পায়। আটককৃতরা হলো গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের চুনু মণ্ডলের ছেলে সাইফুল, বালুগ্রাম শিমুল তলা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর ও মৃত মফিজ উদ্দিনের ছেলে আবদুস সাকুর ওরফে শুকুরুদ্দিন। অভিযান শেষে র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, আবদুস সাকুর প্রশিক্ষিত জঙ্গি। তার দায়িত্ব ছিল অন্যদের প্রশিক্ষণ দেওয়া। নব্য জেএমবির অন্তত ৫০ জন সদস্য চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে লুকিয়ে রয়েছে বলে র‌্যাবের কাছে খবর আছে।

সর্বশেষ খবর