শুক্রবার, ২৬ মে, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ প্রতিদিনে সংবাদ

ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। ম্যানেজিং কমিটি শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি নির্ধারণ করবে। এ ছাড়া কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে সেশন ফি বা অন্য কোনো নামে ফি আদায় করা যাবে না। একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ রায় দেয়। রায়ে বলা হয়েছে, ম্যানেজিং কমিটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেবে। এ ক্ষেত্রে মালিকপক্ষের কোনো হস্তক্ষেপ থাকবে না।

‘ফ্রিস্টাইলে চলছে ইংলিশ মিডিয়াম স্কুল’ শিরোনামে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর ভিত্তিতে ২০১৪ সালের ২০ এপ্রিল ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া এক শিক্ষার্থীর অভিভাবক জাভেদ ফারুকের পক্ষে হাই কোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জে আর খান রবিন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও অনীক আর হক। ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বাংলাদেশ প্রতিদিনকে জানান, রিট আবেদনটি চলমান রেখে রায়ে হাই কোর্ট কিছু নির্দেশনা দিয়েছে। এসব নির্দেশনা এক মাসের মধ্যে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলকে সার্কুলার আকারে জানাতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সব ইংলিশ মিডিয়াম স্কুলে ম্যানেজিং কমিটি গঠন করতে বলা হয়েছে। স্কুলে কোনো সেশন ফি আদায় করা যাবে না। ম্যানেজিং কমিটি স্কুলে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি নির্ধারণ করবে। এর বাইরেও কোনো অর্থ আদায় করার প্রয়োজন হলে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে আলোচনা করে ম্যানেজিং কমিটি তা নির্ধারণ করবে। বাংলা ভাষার সঙ্গে ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে পদক্ষেপ নিতে বলা হয়েছে। হাই কোর্টের এসব নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে কিনা, ছয় মাস পরপর শিক্ষা মন্ত্রণালয়কে সে বিষয়ে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সর্বশেষ খবর