শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা
শিল্পায়নে সম্ভাবনাময় জয়পুরহাট

নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ গ্যাস জরুরি

———— আনোয়ারুল হক আনু

জয়পুরহাট প্রতিনিধি

নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ গ্যাস জরুরি

পদ্মা ফিড অ্যান্ড চিকসের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা আনোয়ারুল হক আনু বলেন, জয়পুরহাটে শিল্প কলকারখানা প্রসারের মূল অন্তরায় হলো গ্যাস সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা না থাকা। পার্শ্ববর্তী বগুড়া জেলাতে গ্যাস সরবরাহের পর যেভাবে শিল্প কলকারখানা বেড়েছে এবং কর্মসংস্থান হয়েছে— সে তুলনায় জয়পুরহাট পিছিয়ে আছে অনেক। তিনি বলেন, পার্শ্ববর্তী বগুড়া  জেলা থেকে মাত্র ৩৫ কিলোমিটার গ্যাস লাইনের কাজ করা হলে জয়পুরহাট গ্যাস পাবে। তাতে শিল্পের অভূতপূর্ব উন্নয়ন ঘটবে। এখানে পাট শিল্পের প্রচুর সম্ভাবনা রয়েছে। চটের বস্তা, পলিথিনের বিকল্প পাটের ব্যাগসহ নানা ক্ষুদ্র ও মাঝরি শিল্প গ্যাস সরবরাহের সঙ্গে সঙ্গে গড়ে উঠবে। উদ্যোক্তাদের ইচ্ছা থাকলেও গ্যাস এবং বিদ্যুতের অভাবে শিল্প কলকারখানা গড়ে তুলতে পারছেন না। এ ছাড়া ঘন ঘন লোড সেডিংয়ের কারণে উৎপাদন অনেকাংশে হ্রাস পাচ্ছে। যে কারণে জেলায় যেসব শিল্প কলকারখানা রয়েছে সেগুলোও ঝুঁকির মধ্যে পড়েছে। আনোয়ারুল হক আনু উল্লেখ করেন, গত ২০ বছরে জয়পুরহাটে পোল্ট্রি শিল্পের ব্যাপক প্রসার ঘটেছে। জেলাতে এখন প্রায় ৭ হাজার ছোট বড় পোল্টি খামার রয়েছে। যেখানে সোনালি জাতের মুরগিই পালন হচ্ছে বেশি। এ কারণে জেলাতে ফিড মিলের সংখ্যা ১৫টি ছাড়িয়ে গেছে এবং সোনালি জাতের মুরগির বাচ্চা উৎপাদনের হ্যাচারি হয়েছে ৪০টির অধিক। এ শিল্পে এখন প্রায় অর্ধ লক্ষাধিক বেকার শিক্ষিত যুবকের কর্মসংস্থান হয়েছে।

সর্বশেষ খবর