শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা
জবাবদিহিতা

চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্য

মো. আছাদুজ্জামান মিয়া

চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্য

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আন্তরিক চেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলার ইতিবাচক উন্নতি সাধিত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক অপরাধীকে আইনের আওতায় আনা ও বিচারের সম্মুখীন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে ডিএমপি। এর মধ্যে রয়েছে চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ মামলাসমূহ : ১. সৌদি নাগরিক খালাফ আল আবদুল্লাহ আলী হত্যা মামলার বিচারকাজ শেষে এক আসামিকে ফাঁসির দণ্ডাদেশ, তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস প্রদান। ২. ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার আসামিদের গ্রেফতারপূর্বক আদালতে অভিযোগপত্র দাখিল। ৩. বিএনপি নেতা আসলাম চৌধুরীর ভারতে অবস্থানকালে দেশকে অস্থিতিশীল ও সরকার উত্খাতের লক্ষ্যে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে গোপন বৈঠকসংক্রান্ত মামলায় উক্ত আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ। ৪. এটিএম কার্ড জালিয়াত চক্রের হোতা জার্মান নাগরিক পিটারকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ। ৫. প্রকৌশলী খিজির খান হত্যা মামলাসংক্রান্তে আট আসামি গ্রেফতার। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ৬. কোতোয়ালি থানাধীন ঝব্বু খানম জামে মসজিদের মুয়াজ্জিন মো. বেলাল হোসেন হত্যা মামলাসংক্রান্তে চার আসামি গ্রেফতার। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ৭. গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা মামলায় দেশি-বিদেশিসহ ২৮ নিরীহ লোক ও ছয় জঙ্গি নিহত হয়। এ মামলায় দুই আসামিকে গ্রেফতার করা হয়। এক আসামি ও ১৪ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। সর্বাধিক গুরুত্বসহকারে মামলাটির তদন্তকাজ অব্যাহত। ৮. দক্ষিণখান থানার মামলায় (আশকোনায় জঙ্গি অভিযান) দুই আসামি গ্রেফতার, এক মহিলাসহ দুই জঙ্গি নিহত, এক শিশু আহত, দুই শিশু উদ্ধার। ৯. মিরপুর থানার মামলায় (কল্যাণপুর জঙ্গি অভিযান) দুই আসামি গ্রেফতার এবং নয় জঙ্গি নিহত, গ্রেফতার চার আসামির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ। ১০. লালবাগ থানার মামলায় (আজিমপুর জঙ্গি অভিযান) তিন নারী জঙ্গিসহ চার জঙ্গি আটক, এক জঙ্গি নিহত। গ্রেফতার চার জঙ্গির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ। ১১. রূপনগর থানার মামলায় (রূপনগরে জঙ্গি অভিযান) মেজর জাহিদ নামে এক জঙ্গি নিহত। ১২. বিমানবন্দর থানার মামলায় (প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটিসংক্রান্ত) নয় আসামি গ্রেফতার হয়ে সাত দিনের রিমান্ডে। ১৩. বিশ্বজিৎ হত্যা মামলা তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল। মামলার বিচারকাজ শেষে আট আসামির মৃত্যুদণ্ড এবং ১৩ জনের যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করা হয়েছে। ১৪. ৬ হাজার ৫৭০ পিস স্মার্টকার্ড চুরি ঘটনার সঙ্গে জড়িত তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। ১৫. এসআই গৌতম হত্যার সঙ্গে জড়িত চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। ১৬. মানবতাবিরোধী আসামি সালাহ উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে আইসিটি কেস রায় ঘোষণার আগেই উল্লিখিত আসামি কর্তৃক রায়ের কপি ফাঁস করা অভিযোগ প্রমাণিত হওয়ার সঙ্গে জড়িত সাত আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। ১৭. ভারতীয় মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতা মুফতি ওবায়দুল্লাহর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল। ১৮. পরীবাগে বাসে পেট্রলবোমা নিক্ষেপ মামলার ঘটনায় ২৩ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল। ১৯. ব্লগার অভিজিৎ হত্যা মামলাসংক্রান্তে আট আসামি গ্রেফতার। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২০. ব্লগার ফয়সাল আরেফীন দীপন হত্যা মামলাসংক্রান্তে তিন আসামি গ্রেফতার। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২১. সজীব ওয়াজেদ জয় হত্যার ষড়যন্ত্র মামলায় দুজনকে গ্রেফতারপূর্বক জিজ্ঞাসাবাদ। ২২. রমনা রেস্তোরাঁর সামনে পুলিশ বাসে পেট্রলবোমা হামলাসংক্রান্তে ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল। ২৩. সচিবালয় বোমা হামলাসংক্রান্তে ২৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল। ২৪. জুলহাজ মান্নান ও তনয় হত্যা মামলাসংক্রান্তে দুই আসামি গ্রেফতার। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৫. ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয় হত্যা মামলাসংক্রান্তে সাত আসামি গ্রেফতার। মামলাটি বর্তমানে তদন্তাধীন। ২৬. জাপানের নাগরিক Hiroe Miyaka হত্যা মামলাসংক্রান্তে ছয় আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল ইত্যাদি। লেখক : কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ খবর