শনিবার, ২৭ মে, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

জাতিসংঘের আন্তর্জাতিক মেলায় নজর কেড়েছে বাংলাদেশ স্টল

প্রতিদিন ডেস্ক

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের ইস্ট রিভার প্লাজায় আয়োজিত জাতিসংঘ আন্তর্জাতিক মেলায় নজর কেড়েছে ‘বাংলাদেশ স্টল’। বাঙালিসহ বিদেশিরা এ স্টলে ভিড় জমান। গত বৃহস্পতিবার এ মেলার আয়োজন করা হয়। খবর : নিউইয়র্ক থেকে এনআরবি নিউজের।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেজের স্ত্রী এবং ‘ইউএন উইমেন গিল্ড’-এর অনারারি প্রেসিডেন্ট ক্যাটারিনা ভাজ পিনটো গুতেরেজের আহ্বানে সাড়া দিয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও সংস্থাসমূহের কর্মকর্তাদের স্ত্রীরা এ মেলার আয়োজন করেন। মেলা থেকে উপার্জিত অর্থ সিরীয় শরণার্থীদের জন্য এবং বিশ্বব্যাপী ‘ইউএন উইমেন গিল্ড’-এর স্পন্সরকৃত শিশু প্রকল্পে ব্যয় করা হবে। লাগাতার বৃষ্টি ও বাতাস উপেক্ষা করে নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন দেশের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যসহ জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে সকাল ১০টায় শুরু হওয়া এ মেলা বিকাল ৪টা পর্যন্ত চলে। বাংলাদেশ স্টলে হাতে তৈরি খাবার, হস্তশিল্প, পোশাক, শো-পিসসহ অসংখ্য লোকজ ও সাংস্কৃতিক উপাদানযুক্ত পণ্য সামগ্রী শোভা পায়। মেলার ব্যাপারে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘এই মেলা বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলা। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা, সম্প্রীতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ মেলা তাত্পর্যপূর্ণ অবদান রাখবে।’

সর্বশেষ খবর