রবিবার, ২৮ মে, ২০১৭ ০০:০০ টা
৪২ শিক্ষার্থী গ্রেফতার

জাবি বন্ধ ঘোষণা

সকালের মধ্যে হল ত্যাগের নির্দেশ

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে ভাঙচুর ও শিক্ষকদের লাঞ্ছনার অভিযোগে ৪২ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। অন্যদিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে আজ সকাল ১০টার মধ্যেই সকল শিক্ষার্থীকে হলত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রাতে ভিসির বাসভবনে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। আটক ৪২ শিক্ষার্থীকে আশুলিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় নিহত দুই জাবি শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়াসহ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। এ সময় উত্তেজিত কিছু শিক্ষার্থী উপাচার্যের ভবনে ভাঙচুর চালায়। এর আগে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ, টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এর আগে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলা চালিয়ে শিক্ষার্থীদের হটানোর চেষ্টা করা হয়।  গতকাল বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ ও নিরাপদ সড়কের দাবিতে জাবি শিক্ষার্থীরা সকাল থেকে সড়কে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার পর রাস্তা থেকে সরে না দাঁড়ানোয় বিকাল ৫টায় অ্যাকশনে যায় আশুলিয়া ও সাভার মডেল থানার দুই শতাধিক পুলিশ। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে  ইট-পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে জাগো নিউজের জাবি প্রতিনিধি হাফিজুর রহমান আহত হন। তাত্ক্ষণিকভাবে আরও ১০ শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সবাইকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে হামলায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। ছাত্রলীগ কর্মীরা শিক্ষার্থীদের হটিয়ে দিতে বেধরক মারপিট করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিকালে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। প্রায় ৪০ মিনিট অপেক্ষা করার পরও উপাচার্য না এলে শিক্ষার্থীরা প্রধান ফটকের তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন। এ সময় তারা জানালার কাচ, বাতি ভাঙচুর করেন ও সিসি ক্যামেরা খুলে ঘুরিয়ে দেন। শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তারা।

সর্বশেষ খবর