সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা

ব্লগার রাজীব হত্যায় হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড বহাল রেখে হাই কোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৬৩ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়। এর আগে ২ এপ্রিল হাই কোর্ট রায় দেয়। রায়ে ফয়সাল বিন নাঈম ওরফে দীপ ও রেদোয়ানুল আজাদ রানার ফাঁসির আদেশ হাই কোর্টে বহাল রাখে। এ ছাড়া এই মামলায় মুফতি মো. জসীমউদ্দিন রাহমানীসহ বিচারিক আদালতে বিভিন্ন মেয়াদে দণ্ডিত অন্য ছয়জনের সাজাও উচ্চ আদালতে বহাল রাখে। রাজীব হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শেষে হাই কোর্ট ওই রায় দেয়। গতকাল সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চের আন্দোলন চলাকালে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরের কালশীতে নিজের বাসার কাছে খুন হন আহমেদ রাজীব হায়দার। উগ্র সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে তিনি অনলাইনে লেখালেখি করতেন। এ মামলায় ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ডসহ অন্যদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। পরে কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসে। এ ছাড়া কারাগারে থাকা আসামিরাও আপিল ও জেল আপিল করেন।

সর্বশেষ খবর