সোমবার, ২৯ মে, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড!

নিজস্ব প্রতিবেদক

দেশে ৯ হাজার ৪৭১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। দেশে যা এ যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বলে জানিয়েছেন বোর্ডের পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী। তিনি বলেন, শনিবার রাত ১০টায় দেশে বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ছিল ৯ হাজার ৪৭১ মেগাওয়াট। এ পর্যন্ত এটাই সর্বোচ্চ উৎপাদন। রাত ৯টার সময় বিদ্যুৎ উৎপাদন ৯ হাজার ৩৫৬ মেগাওয়াটে পৌঁছলে নতুন রেকর্ড তৈরি হয়। এক ঘণ্টা পর তাও ছাপিয়ে যায়। এর আগে গত বছর ৩০ জুন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মতো ৯ হাজার মেগাওয়াটের মাইলফলক স্পর্শ করে। সেদিন মোট ৯ হাজার ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০০৯ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎকেন্দ্রের সংখ্যা ২৭টি থেকে বেড়ে হয়েছে ১০৮টি। আর উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৯৪২ মেগাওয়াট থেকে বেড়ে ১৫ হাজার ৩৫১ মেগাওয়াট হয়েছে। আগে যেখানে দেশের মোট জনসংখ্যার ৪৭ শতাংশ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল, এখন তা বেড়ে ৮০ শতাংশ হয়েছে।

সর্বশেষ খবর