মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

২০ রোজার আগেই বেতন-বোনাস পাবেন পোশাক শ্রমিকরা

—— বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

দেশের সব পোশাক শ্রমিক ২০ রোজার মধ্যেই বেতন ও ঈদ বোনাস পাবেন বলে জানিয়েছেন এই খাতের মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি  (বিজিএমইএ) সহ-সভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির।  তিনি আরও বলেছেন, শ্রমিকদের বেতন ও বোনাস নিশ্চিত করতে প্রতি বছরের মতো এবারও বিজিএমইএ নিয়ন্ত্রণ কক্ষ খোলা রেখে তদারকি করবে। শ্রমিকেরা যেন উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাজধানীর কারওয়ান বাজারে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের (ডিআইএফই) কার্যালয়ে ‘তৈরি পোশাকশিল্পের ক্রাইসিস ম্যানেজমেন্ট’-বিষয়ক কোর কমিটির ৩৩তম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মোহাম্মদ নাছির। ওই সভায় উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, শ্রমসচিব মিকাইল শিপার, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, ডিআইএফইর মহাপরিদর্শক সামছুজ্জামান ভুঁইয়া, গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি লীমা ফেরদৌস, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি প্রমুখ।

সর্বশেষ খবর