মঙ্গলবার, ৩০ মে, ২০১৭ ০০:০০ টা

ভারতে দুই হাজার কোটি টাকায় ৯ কি.মি সেতু

প্রতিদিন ডেস্ক

ভারতে দুই হাজার কোটি টাকায় ৯ কি.মি সেতু

ভারতের ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে নির্মিত হয়েছে ৯ দশমিক ১৫ কি. মি. দীর্ঘ অ্যাপ্রোচ রোড। আর এটি করতে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় মাত্র ২ হাজার ২০০ কোটি টাকায়। ভূপেন হাজারিকার নামে নির্মিত এ সেতুটির উদ্বোধন করা হয়েছে গত শুক্রবার। আসামে ব্রহ্মপুত্রের শাখা নদী লোহিতের ওপর নির্মিত দীর্ঘ দুই লেনের ঢোলা-সাদিয়া সেতু (আগের নাম) উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তথ্যমতে, ভূপেন হাজারিকা সেতুর পাইল লোড মাত্র ৬০ টন। সেতুর একেকটি পিলার ১২০ টনের।

সর্বশেষ খবর