বুধবার, ৩১ মে, ২০১৭ ০০:০০ টা

৩০ লাখ টাকায় খুন মিঠু নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, খুলনা

৩০ লাখ টাকায় খুন মিঠু নেপথ্যে রাজনৈতিক দ্বন্দ্ব

‘পারিবারিক প্রতিহিংসা ও রাজনৈতিক দ্বন্দ্বে’ খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার আলাউদ্দিন মিঠু খুন হয়েছেন বলে দাবি করেছেন পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহম্মদ। তিনি বলেন, বিএনপির প্রবাসী নেতা ড. মামুন এই হত্যাকাণ্ডে ৩০ লাখ টাকা অর্থায়ন করেছেন। এই টাকা বিএনপির আরেক নেতা হাসনাত রিজভী মার্শালের মাধ্যমে দেশে আসে। পারিবারিক প্রতিহিংসার সুযোগ কাজে লাগিয়ে ক্লিলিং মিশনে যারা অংশ নেয় তাদের ২০ লাখ টাকা দেওয়া হয়। আগামী সংসদ নির্বাচনে ড. মামুনের প্রতিদ্বন্দ্বী মিঠুকে সরিয়ে দিতে এই পরিকল্পনা করা হয়। গতকাল খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে মিঠু হত্যার ব্যাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিআইজিপি মো. দিদার আহম্মদ। তিনি বলেন, গ্রেফতার হওয়া  আলাউদ্দিন মিঠুর দেহরক্ষী শিমুল হাওলাদার, মুশফিকুর রহমান রিফাত ও বিএনপি নেতা হাসনাত রিজভী মার্শাল খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, তাদের দেওয়া তথ্য মতে ক্লিনিং মিশনে অংশ নেওয়া মো. তাইজুল ইসলাম রনিকে হত্যাকাণ্ডে ব্যবহূত শটগান সাদৃশ্য দেশীয় কাটা বন্দুক ও এক রাউন্ড বন্দুকের গুলিসহ গ্রেফতার করা হয়েছে। তাকেও রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডে পাঁচজন অংশ নেয় এবং এর বাইরে পরিকল্পনা ও নির্দেশদাতা ছিল আরও ছয়জন।

এদিকে মিঠু হত্যার ব্যাপারে পুলিশের এ বক্তব্যকে তথ্যবহুল নয় বলে দাবি করেছেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, প্রকৃত ঘটনা আড়াল করতে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই এসব বলা হচ্ছে। তিনি বলেন, মিঠুর বাবা ও ভাইয়ের খুনিরাই মিঠুকে খুন করেছে। যারা এই হত্যার পেছনে রয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে আইনের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। নিহত আলাউদ্দিন মিঠুর বড় ভাই সেলিম সরদার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এলাকায় শিপলু ভুইয়া, আকরাম ভুইয়া ও মার্শাল ভুইয়া চরমপন্থিদের আশ্রয়-প্রশ্রয় দিতেন। কিন্তু সরকারি দলের রাজনীতিতে জড়িত থাকায় তাদের পিতা দামোদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরদার হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শিপলু ভুইয়া ও আকরাম ভুইয়ার বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ফুলতলা উপজেলার দামোদর এলাকায় মিঠুর অফিসে ঢুকে দেহরক্ষী নওশের আলী গাজীসহ তাকে গুলি চালিয়ে হত্যা করা হয়।

সর্বশেষ খবর