শুক্রবার, ২ জুন, ২০১৭ ০০:০০ টা

বাজেট নিয়ে যত প্রতিক্রিয়া

ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘বিনিয়োগবান্ধব’ বলে অভিহিত করা হয়েছে। তবে ভ্যাট বৃদ্ধির ঘোষণায় উদ্বেগও প্রকাশ করার পাশাপাশি বিশাল আকারের বাজেট বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলেছে তারা। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে ‘উন্নয়নবান্ধব’ বাজেট। বিএনপি লুটপাটের বাজেট আখ্যা দিয়ে বলেছে, নিম্ন আয়ের মানুষের ওপর আরও করের বোঝা চাপানো হয়েছে। মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে জাতীয় পার্টি, বাম দলসহ অন্য দলগুলোও।

সর্বশেষ খবর