শনিবার, ৩ জুন, ২০১৭ ০০:০০ টা
বাজেটে চাওয়া পাওয়া

ভ্যাট নিয়ে আন্দোলন করবেন ব্যবসায়ীরা : আবু মোতালেব

নিজস্ব প্রতিবেদক

ভ্যাট নিয়ে আন্দোলন করবেন ব্যবসায়ীরা : আবু মোতালেব

ভ্যাট নিয়ে দীর্ঘদিন যাবৎ আন্দোলনে যেসব দাবি করা হয়েছে, প্রস্তাবিত বাজেটে তার কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছেন ব্যবসায়ী ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব। তিনি  বলেছেন, বাজেটে প্যাকেজ ভ্যাট সম্পর্কে কিছুই পরিষ্কার নয়। কিন্তু এ সমস্যা সমাধান না করা হলে প্রয়োজনে ব্যবসায়ীরা আন্দোলন করবেন বলেও সরকারকে হুঁশিয়ার করেছেন এই ব্যবসায়ী নেতা। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআইর পরিচালক আবু মোতালেব আরও বলেন, প্রস্তাবিত বাজেটে ভ্যাটের সমস্যা সমাধানে গুরুত্ব দেওয়া হয়নি। খুচরা ও পাইকারি পর্যায়ের ব্যবসায়ীদের হয়রানি করা হলে, তা বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। ভ্যাটের টার্নওভার কর প্রসঙ্গে এই ব্যবসায়ী নেতা বলেন, ‘আমরা চেয়েছি ৫০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৩ শতাংশ হারে টার্নওভার কর নির্ধারণ করা হোক। টার্নওভারের ঊর্ধ্বে গেলে ৪ শতাংশ হারে কর আরোপ করা হোক। কিন্তু তা করা হয়নি। মাত্র দেড় কোটি টাকা পর্যন্ত টার্নওভার কর নির্ধারণ করা হয়েছে, তাও আবার ৪ শতাংশ হারে।’ ভ্যাটের আরেকটি অসংগতির কথা তুলে ধরে আবু মোতালেব বলেন, ভ্যাটের একটি ভয়াবহ কাণ্ড হলো আইনের ১৮৬ ধারায় বলা আছে, সিটি করপোরেশন এলাকার ছোট-বড় সব কারখানায় ১৫ শতাংশ হারে ভ্যাট নেওয়া হবে। প্রস্তাবিত বাজেটে এ বিষয় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা পরিষ্কার নয়
 

সর্বশেষ খবর