শিরোনাম
শনিবার, ৩ জুন, ২০১৭ ০০:০০ টা

মান্নার নতুন দল নাগরিক ঐক্যর আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রতিষ্ঠার পাঁচ বছর পর রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করল নাগরিক ঐক্য। জাতীয় প্রেস ক্লাবে গতকাল এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘বিকল্প রাজনৈতিক শক্তির প্রত্যাশা রয়েছে মানুষের। সেটা মেটাতেই সামাজিক সংগঠন থেকে রাজনৈতিক দল গঠন করতে হয়েছে।’ তিনি  বলেন, ‘অগণিত দল এ দেশে। নাগরিক ঐক্য স্রেফ আরেকটি রাজনৈতিক দল হতে যাচ্ছে না। তা ছাড়া একটা সংগঠনের জন্য পাঁচ বছর খুব দীর্ঘ সময় নয়। কিন্তু এই পাঁচ বছরের পথচলায় আমরা দেখতে পেয়েছি, দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ দ্বিদলীয় ব্যবস্থার বাইরে একটা বিকল্প রাজনৈতিক শক্তির অপেক্ষা করছে।’ নাগরিক ঐক্যের নেতাদের মধ্যে এস এম আকরাম, মমিনুল ইসলাম, জিল্লুর রহমান, হামদে রাব্বী, ডা. জাহেদ, শহীদুল্লাহ কায়সার প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। মান্না বলেন, ‘যে স্লোগান মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছিলাম জেলে যাওয়ার আগে, দুই বছর জেলে থেকে বেরোবার পর দেখছি এই চিন্তা এখন আরও অনেক বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এমন চিন্তা প্রসারের পেছনে পত্রিকার কলাম এবং টক শোয় সুশীলসমাজের অনেক সদস্যের বিশ্লেষণ, প্রচার খুব বড় প্রভাব রেখেছে।’ তিনি বলেন, ‘স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লিখিত সাম্য, মানবিক মর্যাদা আর সামাজিক সুবিচারের আলোকে ধাপে ধাপে দেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করা হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য।’ অগণতান্ত্রিক পরিবেশ থেকে দেশকে মুক্ত করার স্বল্পমেয়াদি পরিকল্পনা তুলে ধরে মান্না বলেন, ‘এটা বাস্তবায়নে যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। এ নির্বাচনই পারে স্বল্পমেয়াদে দেশকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে। তবে শুধু একটা সুষ্ঠু নির্বাচন মানে গণতন্ত্র নয়। এটাও সত্য, সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া গণতন্ত্রের কথা বলাও হাস্যকর। তাই যত দ্রুত সম্ভব এমন একটা নির্বাচন জরুরি।’ নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘মানুষের বিকল্প রাজনৈতিক শক্তির প্রত্যাশা মেটাতে আজ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাগরিক ঐক্যকে রাজনৈতিক দল হিসেবে ঘোষণা করছি। আশা করি, এই সংগ্রামে সবাই আমাদের পাশে থাকবেন।’

সর্বশেষ খবর