রবিবার, ৪ জুন, ২০১৭ ০০:০০ টা

ঈদের আগেই গুম হওয়া সন্তানদের ফিরে পেতে আকুতি মায়েদের

নিজস্ব প্রতিবেদক

গুম হওয়া সন্তানদের ফিরে পেতে আকুতি জানিয়েছেন তাদের মায়েরা। প্রিয় বাবাকে ফিরে পেতে রাস্তায় দাঁড়িয়েছিল নিষ্পাপ সন্তানরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে এ চিত্র দেখা যায়। ‘মায়ের ডাক— গুম, খুন আর নয়’ শীর্ষক এ মানববন্ধনে কয়েক বছরে গুম হয়ে যাওয়া ২১ জনের পরিবারের সদস্যরা অংশ নেন। ঈদের আগেই প্রিয়জনকে ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা। মানববন্ধনে দেখা যায়, শিশুরা তার বাবার ছবি হাতে দাঁড়িয়ে রয়েছে, হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে মায়ের চোখে পানি, স্বামীর অপেক্ষায় মুখে কাপড় চেপে দাঁড়িয়ে আছে স্ত্রী। সরকারের কি কোনো দায়িত্ব নেই? আর কত বছর অপেক্ষা করব। আক্ষেপ নিয়ে এমন আকুতি করেন গুম হয়ে যাওয়া আবদুল কাদের মাসুমের মা আয়শা আলী। তিন বছর আগে গুম হয়ে যাওয়া পারভেজ হোসেনের ছোট্ট মেয়ে হৃদি তার মা ফারজানা আক্তারের সঙ্গে মানববন্ধনে অংশ নেয়। গুম হওয়া সাজেদুল ইসলাম সুমনের বড় বোন আফরোজা ইসলাম বলেন, আমার ভাইকে ফিরিয়ে দিন, আমাদের বাঁচতে দিন। আমরা ভাইয়ের অপেক্ষায় রয়েছি। মানববন্ধনে বক্তব্য রাখেন গুম হওয়া চঞ্চলের স্ত্রী রেশমা আক্তার, ছোট ছেলে আহাদ, তারা রায়ের স্ত্রী বেবি আক্তার, সেলিম রেজা পিন্টুর বড় ভাই ইসলাম রেজা প্রমুখ। মানববন্ধনে অংশ নেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, আইন ও শালিস  কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক নূর খান লিটন, ফেরদৌসী রহমান, অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা। মাহমুদুর রহমান মান্না বলেন, আমিও ২১ ঘণ্টা নিখোঁজ ছিলাম। ফিরে এসে পরিবারের সদস্যদের চোখে-মুখে দেখেছি কী আর্তনাদ। মান্না বলেন, মা কাঁদেন, সন্তান পিতার ছবি নিয়ে দাঁড়িয়ে থাকে এসব স্বরাষ্ট্রমন্ত্রী দেখেন না। গুম হওয়া সন্তানের মায়ের কান্না প্রধানমন্ত্রীর কানে পৌঁছায় না।

সর্বশেষ খবর