বুধবার, ৭ জুন, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

চাকরি হারালেন দুদকের গাড়িচালক

মহাপরিচালক পরিচয়ে তদবির

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন-দুদক মহাপরিচালকের পরিচয়ে মামলার তদবির করায় চাকরি হারালেন প্রধান কার্যালয়ের গাড়ি-চালক হাবিবুর রহমান। গতকাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। দুদক উপ-পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য বাংলাদেশ প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত ১ জুন গাড়িচালক হাবিবুর রহমান অফিস শুরুর আগে দুদক মহাপরিচালক (মানি-লন্ডারিং) এর অফিসিয়াল টেলিফোন থেকে ডিজির পরিচয়ে ফরিদপুরের জেলা জজকে একটি মামলায় তদবির করেন। এ বিষয়ে জেলা জজের সন্দেহ হলে তিনি বিষয়টি ঢাকায় দুদক ডিজির সঙ্গে আলাপ করেন। পরে বিষয়টি ফাঁস হয়ে যায়। এরপর এক সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দুদক। তদন্ত কমিটি তাকে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশসহ তদন্ত রিপোর্ট গত রবিবার চেয়ারম্যান দফতরে জমা দেন।

সর্বশেষ খবর