বুধবার, ৭ জুন, ২০১৭ ০০:০০ টা
নিরাপত্তা ঝুঁকি

ঢাকা বিমানবন্দরে বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র চায় ইইউ

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশকে ‘হাই রিস্ক’ দেশ হিসেবে অন্তর্ভুক্ত করে আকাশপথে কার্গো পণ্য পরিবহনের ক্ষেত্রে ঢাকা বিমানবন্দরে আরও তল্লাশি বাড়ানোর কথা বলেছে ইউরোপীয় ইউনিয়ন— ইইউ।  ইইউ বলছে, আগের করা বিধিনিষেধের সঙ্গে এখন বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র যুক্ত করতে হবে।  খবর বিবিসি বাংলা। ইইউ লিখিত একটি বক্তব্যে জানিয়েছে, পণ্য পরিবহনের নিরাপত্তার জন্য বাংলাদেশ থেকে যেসব পণ্য আকাশপথে কার্গোর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে যাবে, সেসব পণ্য দ্বিতীয় দফায় স্ক্যানিং বা তল্লাশি করতে হবে এখন। তল্লাশির জন্য বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র যুক্ত করার জন্য অনুরোধ করেছে তারা।  ইইউ বলছে, এই তল্লাশি বাংলাদেশে অথবা ইইউভুক্ত দেশে ঢোকার আগে ট্রানজিট দেশে হতে পারে এবং এর দায়-দায়িত্ব এয়ারলাইনসগুলোকে নিতে হবে।

২০১৬ সালে নিরাপত্তার কথা বলে বাংলাদেশ থেকে আকাশপথে সরাসরি কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। বাংলাদেশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যুক্তরাজ্যে সরাসরি কোনো পণ্য নিয়ে যেতে পারে না এক বছর ধরে। এয়ারলাইন্সটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মিরাজ বলছিলেন, নিরাপত্তা দেয়ার দায়িত্বটি সম্পূর্ণভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের উপর বর্তায়।

সর্বশেষ খবর