বৃহস্পতিবার, ৮ জুন, ২০১৭ ০০:০০ টা

আপনের সোনা ফেরত না দিলে ধর্মঘট

১৫ জুন বাজুস’র মহাসমাবেশ

নিজস্ব প্রতিবেদক

আপন জুয়েলার্সের জব্দ হওয়া সোনা ৪৮ ঘণ্টার মধ্যে ফেরত না দিলে আগামী রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস। সংগঠনটি আগামী ১৫ জুন ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়ে সোনা আমদানির নীতিমালা ঘোষণার দাবি করেছে। গতকাল বায়তুল মোকাররমে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন সংগঠনটির সহসভাপতি এনামুল হক খান দোলন। তিনি ৫ দফা কর্মসূচি ঘোষণা করে বলেন, বাংলাদেশের জুয়েলারি শিল্পকে ধ্বংসের জন্য নীল নকশা হয়েছে। এ শিল্পকে ধ্বংসের জন্য কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যবসায়ীদের সোনা আটক করা হয়েছে। এনামুল হক বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপন জুয়েলার্স যেভাবে ব্যবসা করেছে, সারা দেশের সোনা ব্যবসায়ীরা একইভাবে ব্যবসা করেন। যে কেউ অভিযোগ দেবে আর সোনার দোকানে অভিযান চালানো হবে- এটা হতে দেব না। যত দিন পর্যন্ত সোনা আমদানির নীতিমালা না হয়, তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন এই জুয়েলার্স ব্যবসায়ী নেতা। বাজুসের ৫ দফা কর্মসূচির মধ্যে আরও আছে— আগামী ১২ জুন অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীকে স্বারকলিপি প্রদান ও সচিবালয় অভিমুখে সোনা ব্যবসায়ীদের পদযাত্রা। এ ছাড়া আগামী ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুয়েলারি খাতে ১৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে মজুরি ও লভ্যাংশের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করতে হবে বলে দাবি জানানো হয়।

সর্বশেষ খবর