শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

কাতারে মানবিক বিপর্যয়ে বাংলাদেশি শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক

কাতারে মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছেন প্রায় ৬ হাজার বাংলাদেশি শ্রমিক। এদের কোনো কাজও দেওয়া হচ্ছে না এবং খাবারও দেওয়া হচ্ছে না। সেখানকার মোট ১০ হাজার শ্রমিকের মধ্যে ৪ হাজারকে ফেরত পাঠিয়েছে সেখানকার ঠিকাদারি প্রতিষ্ঠান। কাতারের রাজধানী দোহা থেকে ৩০ কিলোমিটার দূরে আম-আলাফা অঞ্চলে এ সংকটময় পরিস্থিতির সম্মুখীন বাংলাদেশিরা।

ভুক্তভোগী শ্রমিকরা জানান, গত শনিবার আম-আলাফা অঞ্চলে ঠিকাদারি প্রতিষ্ঠান চ্যালেঞ্জার্স কোম্পানির ক্যাম্পে বাংলাদেশিদের সঙ্গে মারামারির ঘটনা ঘটে সেখানকার দোকানদারদের। এ ঘটনায় দোকানদাররা ক্যাম্পে বাংলাদেশিদের ঘরে ঢুকে তাদের মালামাল ভাঙচুর করেন এবং ঘর থেকে বের করে দেন। বাংলাদেশিরাও দোকান ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। বাংলাদেশিদের অভিযোগ, ক্যাম্পের ভিতরে চ্যালেঞ্জার্স কোম্পানির লোকজন একচেটিয়াভাবে ব্যবসা করে আসছিলেন। সেখানে বাংলাদেশিদের কোনো দোকানপাট বসাতে দিচ্ছিলেন না। কেউ দোকান বসালে তাকে মারধর করে দোকান উঠিয়ে দেওয়া হতো। শনিবার রমজান উপলক্ষে এক বাংলাদেশি দোকান দিলে তা উঠিয়ে দেওয়ার মধ্য দিয়ে মারামারির সূত্রপাত হয়। মারামারি শেষে চ্যালেঞ্জার্স কোম্পানি দাবি করে, মারামারির ঘটনায় ক্যাম্পে ২ কোটি রিয়ালের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওইদিন ইফতারের পর কোম্পানির লোকজন বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন এবং তাত্ক্ষণিকভাবে ১০০ জনকে দেশে ফেরত পাঠান। জানা গেছে, এর পর থেকে সেখানকার কোনো বাংলাদেশি শ্রমিককে কাজে যোগ দিতে দেওয়া হচ্ছে না। এ অবস্থায় তারা চরম খাদ্য সংকটের মধ্যে দিন পার করছেন।

সর্বশেষ খবর