শনিবার, ১০ জুন, ২০১৭ ০০:০০ টা

পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই গুলিতে নিহত ১

সাভার প্রতিনিধি

সাভারে আল-আমিন নামে এক আসামিকে ছিনতাই করে নেওয়ার সময় গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের গুলিতে ইসমাইল হোসেন (৩৩) নামে একট ফুল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল ভোর রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আসামি আল-আমিন ভবানীপুর এলাকায় তার বাগানবাড়িতে অবস্থান করছিলেন। তাকে ধরার জন্য বিরুলিয়া ফাঁড়ির পুলিশ ওই বাড়িতে অভিযান চালায় এবং আল-আমিনকে গ্রেফতার করে। এ সময় আল-আমিনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এদিকে আল-আমিনের পরিবারের সদস্যরা মাইকিং করে ‘ডাকাত’ বলে এলাকাবাসীকে জড়ো করেন। পরে এলাকাবাসীসহ আল-আমিনের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যান। পুলিশ তখন গুলি ছুড়লে ইসমাইল হোসেন গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইসমাইল শ্যামপুর এলাকার সহিদুল মিয়ার ছেলে ও ফুল ব্যবসায়ী ছিলেন। সংঘর্ষের সময় সাভার মডেল থানার চার পুলিশ সদস্যও আহত হয়েছেন। তাদের সাভার এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনার পর পুলিশ ভবানীপুর এলাকায় বিভিন্ন বাড়িতে ব্যাপক অভিযান শুরু করে। ফলে ভবানীপুর এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে। সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহবুবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, শীর্ষ সন্ত্রাসী আল-আমিনের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, অপহরণ, ছিনতাই, মাদক ব্যবসা, জমি দখল, পুলিশের ওপর হামলার অভিযোগে প্রায় ১৭টি মামলা রয়েছে। তাকে গ্রেফতার করতে গেলে তার সহযোগী, পরিবার ও স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান। ঘটনাস্থল থেকে আল-আমিনের শ্বশুর বিরুলিয়া ইউপি সদস্য অজল হকসহ চারজনকে আটক করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বলেন, ইসমাইল হোসেনের মৃত্যুর ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি করা হয়েছে। আসামি ধরতে অভিযানের সময় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না তা খতিয়ে দেখবে তদন্ত কমিটি।

সর্বশেষ খবর