শুক্রবার, ১৬ জুন, ২০১৭ ০০:০০ টা

স্টকহোমে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন অতিবাহিত

নিজস্ব প্রতিবেদক

সুইডেনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টকহোমে গতকাল ব্যস্ত দিন অতিবাহিত করেছেন। তিনি সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, বিকালে শেখ হাসিনা স্টকহোমে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্টিফেন লোফভেনের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হন। শেখ হাসিনা পরে তার সম্মানে আয়োজিত সুইডেনের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নেন। খবর বাসস। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়্যাল ক্যাসলে সুইডেনের রাজা ষোড়শ কার্লের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী সুইডেনের পার্লামেন্ট পরিদর্শন করেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠকে মিলিত হন। সুইডেনের উপ-প্রধানমন্ত্রী ইসাবেল্লা লাভিন এবং বিচার ও অভিবাসনমন্ত্রী মরগান জোহানসন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় যোগ দেন। প্রধানমন্ত্রী বুধবার রাতে লন্ডন থেকে স্টকহোমে পৌঁছেন। এ সফরকালে তিনি ৪৭ সদস্যের ব্যবসায়ীসহ একটি উচ্চক্ষমতাসম্পন্ন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। সুইডেনে বাংলাদেশের কোনো সরকারপ্রধানের এটি প্রথম সফর। শেখ রেহানাও প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন। প্রধানমন্ত্রী আজ বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি বিমান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে সুইডিশ রাজধানীর অরলান্ডা বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর সঙ্গে এইচ অ্যান্ড এমের সিইও কার্ল-জোহান পারসন এবং ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকোব ওয়ালেমবার্গ, ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেমবার্গ ও এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের বৈঠক হবে বলে জানা গেছে। তিন দিনের সুইডেন সফর শেষে প্রধানমন্ত্রী আগামীকাল লন্ডন হয়ে দেশে ফিরবেন।

সর্বশেষ খবর