শনিবার, ১৭ জুন, ২০১৭ ০০:০০ টা
লন্ডনে ভয়াবহ আগুন

শনাক্ত করা যাচ্ছে না নিহতদের লাশ

প্রতিদিন ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের কেনসিংটনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ আগুনে নিহত সব ব্যক্তিকে কখনই শনাক্ত করা সম্ভব না-ও হতে পারে বলে সতর্ক করেছে পুলিশ। গতকাল বিবিসির অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগুনে কার্যত কয়লা হয়ে যাওয়া ২৪ তলা আবাসিক গ্রেনফেল টাওয়ার ভবনে তৃতীয় দিনের মতো তল্লাশি চালিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন, ভবনের ভিতরে আর কেউ জীবিত আছেন বলে মনে হয় না। কাউকে জীবিত পাওয়ার আশা করা হচ্ছে না। গত মঙ্গলবার রাতের এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ১৭ ব্যক্তির নিহত হওয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। আশঙ্কা করা হচ্ছে, প্রাণহানির সংখ্যা ৬০ ছাড়িয়ে যেতে পারে। অগ্নিকাণ্ডের পর কর্তৃপক্ষের তৎপরতা নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক অব্যাহত আছে। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। অগ্নিকাণ্ডের এ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ জানায়, এরই মধ্যে তারা ফৌজদারি তদন্ত শুরু করেছে। আগুনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জনকে সাময়িকভাবে শনাক্ত করা হয়েছে। তবে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার স্টুয়ার্ট কান্ডি বলেছেন, ‘দুঃখজনক হলেও বলতে হচ্ছে, আমরা নিহত সবাইকে শনাক্ত করতে সক্ষম না-ও হতে পারি।’ নিহতের সংখ্যার বিষয়ে প্রশ্ন করা হলে ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা বলেন, প্রাণহানি তিন সংখ্যায় পৌঁছাবে না বলেই আশা করছেন তিনি।

সর্বশেষ খবর