রবিবার, ১৮ জুন, ২০১৭ ০০:০০ টা

বিশ্বসেরা হাফেজ বাংলাদেশি কিশোর

দেশে ফেরার পর সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক

বিশ্বসেরা হাফেজ বাংলাদেশি কিশোর

সারা বিশ্বের কোরআনে হাফেজদের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়ে বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের ১৩ বছর বয়সী এক কিশোর। কোরআন তেলাওয়াত করে দেশের জন্য সম্মান বয়ে আনা এ কিশোরের নাম মোহাম্মদ তারিকুল ইসলাম। তার বাবার নাম আবু বকর সিদ্দিক। গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি মালিগাঁওয়ে। সম্মাননা হিসেবে তারিকুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছে আড়াই লাখ দিরহাম বা ৫৪ লাখ ৯০ হাজার টাকা। দুবাইয়ের আল মামযারে অবস্থিত দুবাই কালচারাল অ্যান্ড সায়েন্টেফিক অ্যাসোসিয়েশন অডিটরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুবাই পুলিশ ও জননিরাপত্তা বাহিনীর ডেপুটি চেয়ারম্যান শেখ আহমদ বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। শুক্রবার বিশ্বখ্যাত এ হাফেজ বাংলাদেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে নানা শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী-শিক্ষকসহ অন্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বিশ্বসেরা এ কোরআনের হাফেজকে স্বাগত জানাতে বিমানবন্দরে ব্যানার ও ফুল নিয়ে দাঁড়িয়ে ছিলেন অনেকে। কোরআন তেলাওয়াত করে দেশের জন্য সম্মান বয়ে আনা এ কিশোরকে এক নজর দেখতে বিমানবন্দরে অপেক্ষারত ছিলেন অনেক মানুষ। রাজধানীর যাত্রাবাড়ীর হাফেজ কারি নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার ছাত্র তারিকুল ইসলাম। কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হওয়া ছাড়াও ‘বিউটিফুল ভয়েস’ ক্যাটাগরিতে চতুর্থ হয়েছেন তারিকুল। তার কণ্ঠে কোরআনের আয়াতের শক্তিশালী উপস্থাপনায় বিস্মিত হন দুবাই চেম্বারের দর্শকরা। মোট ৮৯ জন প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন তারিকুল। দ্বিতীয় স্থান অধিকার করেন আমেরিকান প্রতিযোগী হুজাইফাহ সিদ্দিকী।

সর্বশেষ খবর